ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সুষ্ঠু নির্বাচন না হলে বিপদে পড়বে সরকার ॥ রব

প্রকাশিত: ০৬:৩২, ৭ অক্টোবর ২০১৮

সুষ্ঠু নির্বাচন না হলে বিপদে পড়বে সরকার ॥ রব

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা না করলে সরকারকে বিপদে পড়তে হবে। শনিবার রাজধানীর গুলিস্তানে জেএসডির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের দ্বিতীয় ধাপের ওয়ার্কশপে তিনি এই মন্তব্য করেন। যুক্তফ্রন্ট ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার অন্যতম কারিগর হলেন রব। বলা হচ্ছে, নতুন এই নির্বাচনী মোর্চার পক্ষ থেকে সারাদেশে ৩০০ আসনে প্রার্থী দেয়া হবে। আবার বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সঙ্গে দীর্ঘদিন ধরে জোট করেছে রবের দল। অন্যদিকে একক নির্বাচনের লক্ষ নিয়ে দলের প্রার্থীও চূড়ান্ত করছে। আবার নির্বাচন প্রশ্নে সরকার তথা ক্ষমতাসীন দলের কঠোর সমালোচকও তিনি। প্রশ্ন ওঠতেই পারে নির্বাচন নিয়ে দলটির প্রকৃত উদ্দেশ্য নিয়ে। তবে রাজনীতির মাঠে বলা হচ্ছে, শেষ পর্যন্ত রব জাতীয় ঐক্য প্রক্রিয়ার সঙ্গে নাও থাকতে পারেন। ঢাকায় মাদক বিরোধী অভিযানে আটক ৩৭ স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৩৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ডিএমপি মিডিয়া সূত্র জানায়, শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টা ডিএমপি’র ৫০ থানা এলাকায় অভিযান চালায় থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের একাধিক টিম। এ সময় ওই ৩৭ জনকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে ১৬০৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৬৪১ গ্রাম ১৩৪০ পুরিয়া হেরোইন ও ৩৫০ গ্রাম ৫২ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩২টি মামলা করা হয়েছে।
×