ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

অ ন ্য র ক ম

প্রকাশিত: ০৬:০৫, ৭ অক্টোবর ২০১৮

অ ন ্য র ক ম

হীরা বসানো সোনার জুতা দুবাইয়ের পাঁচ তারকা হোটেল বুর্জ আল আরবে আনুষ্ঠানিকভাবে হীরা বসানো সোনার জুতা প্রদর্শন করা হয়েছে। মসৃণ জুতাটিতে সোনার পাত এমনভাবে দেয়া হয়েছে যে, সেটি পরলে খুব ভারি বলে মনে হয় না। যে ১০০ ক্যারেট হীরা দিয়ে জুতাজোড়া সাজানো হয়েছে সেগুলোও বহুমূল্যবান। উজ্জল ও চোখ ধাঁধানো জুতাজোড়ার প্রথম প্রদর্শনে বিশ্বে সব নামী দামী শিল্পপতিরা উপস্থিত হয়েছিলেন। জুতাজোড়ার ভেতরে প্রস্তুতকারী সংস্থার লোগোটিও সোনা দিয়ে লেখা। দুবাইয়ের গয়না প্রস্তুতকারী সংস্থা জেডা দুবাই সেটি তৈরি করেছে। নয় মাস ধরে স্বর্ণের জুতাটি তৈরি করা হয়েছে নিপুণভাবে। দাম লেখা এক কোটি ৭০ লাখ মার্কিন ডলার। - খালিজ টাইমস মাত্র ৬ ঘণ্টার দ্বীপ ভারতের উড়িষ্যা রাজ্যের দিঘার কাছাকাছি সুবর্ণরেখা সাগরে রয়েছে বিচিত্র্য এক দ্বীপ। অদ্ভূত জ্যামিতিক নক্সায় তৈরি দ্বীপটির নাম বিচিত্র্যপুর। মাত্র ছয়ঘণ্টার জন্য দ্বীপটি মানুষের দৃষ্টিসীমায় থাকে। বাকি সময় সমুদ্রের পানিতে ডুবে থাকে। দ্বীপটির একেক জায়গায় এক এক সৌন্দর্য। সেখানে রয়েছে এশিয়ার সর্ববৃহৎ সূর্যমুখী ফুলের চাষের ক্ষেত। যেজন্য একে বলা হয় সানফ্লাওয়ার অয়েলের আতুর ঘর। দ্বীপটি দিঘা থেকে ১৬ কিলোমিটার ও তালসারি থেকে ৮ কিলোমিটার দূরে অবস্থিত। -এবেলা
×