ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

শাহবাজ শরীফ ১০ দিনের রিমান্ডে

প্রকাশিত: ০৬:০৫, ৭ অক্টোবর ২০১৮

শাহবাজ শরীফ ১০ দিনের রিমান্ডে

লাহোরে এক জবাবদিহিতা আদালত শনিবার পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের (পিএমএল-এন) সভাপতি শাহবাজ শরীফকে আশিয়ানা হাউজিং স্কিম মামলায় জাতীয় জবাবদিহিতা ব্যুরোতে (এনএবি) ১০ দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। পাঞ্জাবে গৃহায়ন প্রকল্পে দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাকে শুক্রবার গ্রেফতার করা হয়। খবর ডন অনলাইনের শাহবাজকে জবাবদিহিতা আদালতে উপস্থিত করা হলে এনএবি তার রিমান্ড চায়। মামলার শুনানি প্রথম বিচারকের চেম্বারে হওয়ার কথা থাকলেও তা পরে পিএমএল-এনের আইনজীবীদের প্রতিবাদের মুখে এক উন্মুক্ত আদালতে স্থানান্তর করা হয়। শুনানিতে শাহবাজ বলেন, আমি অবৈধ কোন কিছুই করিনি। আমি এ দেশের সমৃদ্ধির জন্য কাজ করেছি সব সময়। শাহবাজের বিরুদ্ধে আশিয়ানা হাউজিং স্কিমের পক্ষে সফল দরদাতা চৌধুরী লতিফ এ্যান্ড সন্সকে দেয়া চুক্তি বাতিলের নির্দেশ দেয়ার জন্য এবং তাকে চুক্তিটি অবৈধভাবে লাহোর কাসা ডেভেলপারসকে পাইয়ে দেয়ার জন্য অভিযোগ আনা হয়েছে।
×