ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ট্রাম্প-উন শীর্ষ বৈঠক নিয়ে আশাবাদী পম্পেও

প্রকাশিত: ০৬:০৩, ৭ অক্টোবর ২০১৮

ট্রাম্প-উন শীর্ষ বৈঠক নিয়ে আশাবাদী পম্পেও

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, উত্তর কোরীয় প্রেসিডেন্ট কিম জং উন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় শীর্ষ বৈঠক অনুষ্ঠানের বিষয়ে তিনি আশাবাদী। তিনি শনিবার এশিয়া সফরের সূচনায় এ কথা বলেন। খবর এএফপির পম্পেও এ সফরে শনিবার প্রথম টোকিও পৌঁছান। এখান থেকে তিনি পিয়ং ইয়ং যাবেন এবং উত্তর কোরীয় নেতার সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন। বৈঠকে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে একটি সম্ভাব্য ঐতিহাসিক চুক্তির খসড়া সুনির্দিষ্ট রূপ পাবে। পম্পেও যুক্তরাষ্ট্র থেকে তার যাত্রাপথে বিমানে কথা বলছিলেন। তিনি বলেন, তার এ সফরের লক্ষ্য হচ্ছে, দুই ঐতিহাসিক বৈরী দেশের মধ্যে পর্যাপ্ত আস্থা গড়ে তোলা এবং শান্তির দিকে তাদের নিয়ে যাওয়া। তিনি বলেন, এর পরেই আমরা পরবর্তী শীর্ষ বৈঠক অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি। এর পরও তিনি কোন বড় ধরনের অগ্রগতির ব্যাপারে খুব একটা প্রত্যাশা ব্যক্ত করেননি। তিনি বলেন, আমরা বিষয়টার পেরেক ঠুকে দেবÑ এতে আমার সন্দেহ রয়েছে। কিন্তু চেয়ারম্যান কিম প্রেসিডেন্টের সঙ্গে আবারও কোথায় এবং কখন বৈঠকে বসবেন এ জন্য বিকল্প বের করতে চেষ্টা করছি। ট্রাম্প ও কিমের মধ্যে জুনে সিঙ্গাপুরে প্রথম শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়। দু’দেশের মধ্যে ওই বৈঠকই ছিল প্রথম শীর্ষ বৈঠক এবং কোন ক্ষমতাসীন মার্কিন প্রেসিডেন্ট এ পর্যন্ত উত্তর কোরিয়া সফরে যাননি।
×