ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফিনান্সিয়াল টাইমস সাংবাদিকের ভিসার মেয়াদ বাড়াতে অস্বীকৃতি

হংকংয়ের কাছে জরুরী ব্যাখ্যা দাবি যুক্তরাজ্যের

প্রকাশিত: ০৬:০২, ৭ অক্টোবর ২০১৮

হংকংয়ের কাছে জরুরী ব্যাখ্যা দাবি যুক্তরাজ্যের

হংকং ফিনান্সিয়াল টাইমস এশিয়ার নিউজ এডিটরের কাজের ভিসার মেয়াদ নবায়ন করতে অস্বীকৃতি জানানোর পর ব্রিটেন শনিবার এর ‘জরুরী ব্যাখ্যা’ চেয়েছে। ওই সাংবাদিক কয়েক মাস আগে স্বাধীনতাকামীদের সভায় বক্তব্য রেখেছিলেন। -এএফপি ফিনান্সিয়াল টাইমসের সিনিয়র সাংবাদিক ভিক্টর ম্যালেটকে কালো তালিকাভুক্ত করাকে অন্য অনেক দেশের মতো যুক্তরাজ্যও স্বায়ত্তশাসিত শহরটিতে মত প্রকাশের স্বাধীনতা সঙ্কুচিত হওয়ার লক্ষণ হিসেবে দেখছে। সাবেক ব্রিটিশ উপনিবেশ হংকংয়ের কর্তৃপক্ষ এখন ব্রিটিশ নাগরিক ম্যালেটকে সুনজরে দেখছে না, কারণ তিনি কয়েক মাস আগে স্বাধীনতাকামী নেতা এ্যান্ডি চানের সমর্থনে ফরেন করেসপন্ডেন্ট ক্লাবের (এফসিসি) অনুষ্ঠানে সহ-সভাপতিত্ব করেন। ওই অনুষ্ঠানে চান অভিযোগ করেন যে, চীন হংকংকে ‘জবর দখল’ ও ‘ধ্বংস’ করতে চায়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ওই অনুষ্ঠান থেকে নিজেদের প্রত্যাহার করে নিতে এফসিসিকে অনুরোধ করেছিল, কিন্তু এফসিসি সে অনুরোধ রাখেনি। এফসিসির বক্তব্য ছিল বিতর্কে সবপক্ষের কথা শোনা উচিত। হংকংয়ের সাবেক নেতা লেউং চান ইং এরপর এফসিসিকে সরকারী ভবন ছেড়ে দিতে বলেন। ফিনান্সিয়াল টাইমস শুক্রবার জানিয়েছে, হংকংয়ের ইমিগ্রেশন কর্তৃপক্ষ ম্যালেটের ভিসার মেয়াদ বাড়াতে অস্বীকৃতি জানিয়েছে। বিভিন্ন অধিকার গ্রুপ ও মিডিয়া একে নজিরবিহীন পদক্ষেপ বলে মন্তব্য করেছে। যুক্তরাজ্যের ফরেন ও কমনওয়েলথ অফিস এক বিবৃতিতে বলে, ‘হংকং সরকারের কাছে আমরা জরুরীভিত্তিতে এর একটি ব্যাখ্যা দাবি করছি’। এতে আরও উল্লেখ করা হয় হংকং যে উচ্চমাত্রার স্বায়ত্তশাসন এবং গণমাধ্যমের স্বাধীনতা ভোগ করে তা শহরটির বাসিন্দার জীবনযাত্রারই অংশ এবং সেটি রক্ষা করা উচিত। হংকং যে মাত্রার স্বায়ত্তশাসন ভোগ করে থাকে তা চীনের মূল ভূখ-ে নেই। ১৯৯৭ সালে হংকং চীনের কাছে হস্তান্তরের সময় চীনের সঙ্গে যুক্তরাজ্যের যে চুক্তি হয় তাতে এর স্বায়ত্তশাসন ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছিল। চীনের অধীনে গেলেও সাবেক ব্রিটিশ উপনিবেশটির মৌলিক আইন সংবলিত একটি সংবিধান রয়েছে। বেসিক ল’ নামে পরিচিত ওই সংবিধান চীনের ‘এক দেশ দুই ব্যবস্থা’ নীতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। হংকংয়ে মার্কিন কনস্যুলেটও বলেছে ম্যালেটের ভিসার মেয়াদ বাড়াতে অস্বীকৃতি জানানোর বিষয়টি ‘অনাকাক্সিক্ষত’। মার্কিন কনস্যুলেটের সাধারণ মুখপাত্র হার্ভি সেরনোভিৎস বলেছেন, ‘চীনের মূলখ-ে আন্তর্জাতিক সংবাদকর্মীরা যে ধরনের বাধার সম্মুখীন হয়ে থাকেন এ ঘটনাটি অনেকটা সেরকম।’ চীনপন্থী গণমাধ্যম অবশ্য ম্যালেটের ভিসার মেয়াদ না বাড়ানোয় উল্লাস প্রকাশ করেছে।
×