ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মানুষ পোড়ানো গণতান্ত্রিক অধিকার হতে পারে না ॥ হানিফ

প্রকাশিত: ০৫:৪৪, ৭ অক্টোবর ২০১৮

মানুষ পোড়ানো গণতান্ত্রিক অধিকার হতে পারে না ॥ হানিফ

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেছেন, ‘বিএনপির মুখে উন্নয়নের কথা নেই, দেশের কথা নেই, অগ্রগতির কথা নেই। রাস্তায় মিটিং-মিছিল করা ছাড়া তাদের কোন চিন্তা নেই। কিন্তু পেট্রোলবোমা মেরে মানুষ পোড়ানো কোন গণতান্ত্রিক অধিকার হতে পারে না। যারা এটাকে গণতান্ত্রিক অধিকার ভাবে, তাদের জন্য করুণা ছাড়া কিছু থাকে না। তাদের জন্য আমাদের কোন সহানুভূতি নেই। শনিবার রাজশাহীতে অনুষ্ঠিত পাবনার পাকশি চন্দ্রপ্রভা বিদ্যাপীঠের রাজশাহীস্থ ছাত্র কল্যাণ সমিতির পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজশাহীতে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মাহবুব উল আলম হানিফ আরও বলেন, বাংলাদেশ আজ গোটা বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। তাই গোটা বিশ্ব চায়, আগামী নির্বাচনে নির্বাচিত হয়ে এই সরকার আবার রাষ্ট্রীয় ক্ষমতায় আসুক। তা না হলে দেশের উন্নয়ন থমকে যাবে। তিনি বলেন, সরকারের প্রথম লক্ষ্য দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা। দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। এখানে কোন দল রাজপথে নেমে মিটিং করবে, মিছিল করবে তার জন্য দেশ স্বাধীন করা হয়নি। বাংলাদেশ স্বাধীন করা হয়েছিল দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য। সরকার এটাই করছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। সভাপতিত্ব করেন রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের কিডনি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডাঃ একেএম মনোয়ারুল ইসলাম। অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান, পশ্চিমাঞ্চল রেলওয়ের ব্যবস্থাপক মজিবুর রহমান, প্রধান প্রকৌশলী রমজান আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, মহানগরের ডাবলু সরকার প্রমুখ।
×