ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাদক সেবনে বাধা দেয়ায় দুই ছাত্রকে ছুরিকাঘাত

প্রকাশিত: ০৫:৪০, ৭ অক্টোবর ২০১৮

মাদক সেবনে বাধা দেয়ায় দুই ছাত্রকে ছুরিকাঘাত

স্টাফ রিপোর্টার ॥ মাদক সেবনে বাধা দেয়ায় রাজধানীর রামপুরায় দুই শিক্ষার্থীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা। আহতরা হচ্ছে আরাফাত (১৫) ও ফয়সাল (১৪)। শনিবার বিকেলে তাদের আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই মোঃ বাচ্চু মিয়া জানান, আহত আরাফাতের ডান পাঁজরে ও ফয়সালের ডান হাতও পাঁজরে ছুরিকাঘাতের জখম রয়েছে। হাসপাতালে আহতরা জানান, তারা রামপুরা একরামুননেসা স্কুল এ্যান্ড কলেজের দশম শ্রেণীর ছাত্র। রামপুরায় থাকেন। তারা জানান, শুক্রবার বিকেলে দু’জন মিলে হাতিরঝিল এলাকায় কয়েকজন বন্ধু মিলে ঘুরতে যান। এ সময় কয়েক যুবককে মাদক সেবন করতে দেখে বাধা দেয়া হয়। এতে তাদের সঙ্গে বিরোধ হয়। আহতরা জানান, এই বিরোধের জের ধরে শনিবার বিকেলে একই এলাকার ফরহাদ, আকাশ, বাবু ও মোজাম্মেলসহ ৫ থেকে ৬ জন টিভি সেন্টারের পাশের স্কুলের কাছে তাদের পথরোধ করে। এ সময় তারা ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে সহপাঠীরা তাদের উদ্ধার করে বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
×