ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কুমড়া খোলের বাইচ

প্রকাশিত: ০৫:৩৯, ৭ অক্টোবর ২০১৮

কুমড়া খোলের বাইচ

আমাদের দেশের ঐতিহ্যবাহী নৌকাবাইচের মতো জার্মানিতে এক ধরনের প্রতিযোগিতা হয়। সেখানেও বৈঠা চালিয়ে নদী পার হতে হয়। তবে এই নৌকা কাঠের নয়, মিষ্টি কুমড়ার খোল দিয়ে তৈরি। এই প্রতিযোগিতা জার্মানিতে বেশ জনপ্রিয়। অনেক কৃষক কঠোর পরিশ্রম ও যতেœর সঙ্গে এই প্রকা- কুমড়া চাষ করেন। উদ্দেশ্য একটাই কুমড়ার খোলটি যাতে তার ভার বইতে পারে। প্রতিবছরের ন্যায় গত বুধবার জার্মানির কিওলশোভার লেকে কুমড়া খোলের বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এবার অনেক পুরুষ প্রতিযোগীর পাশাপাশি লক্ষ্যণীয় মাত্রায় নারী প্রতিযোগীও অংশ নেয়। এই প্রতিযোগিতায় নাম লেখাতে হলে প্রথমে কমপক্ষে ৫শ’ ৫০ পাউন্ড ওজনের মিষ্টি কুমড়ার খোল প্রদর্শণ করতে হয়। এরপর চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেয়ার পালা। এবার একটি নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিযোগীকে অন্তত ১১৫ ফিট দূরত্ব অতিক্রম করতে বলা হয়। এ বছর প্রথমবারের মতো অংশ নিয়েছেন মাইলিন মাতুস্ক। তিনি বলেন, এটা সত্যিই রোমাঞ্চকর প্রতিযোগিতা। আমি গত এক বছর ধরে নিজেকে প্রস্তুত করেছি। এই প্রতিযোগিতা দেখতে বিশ্বের নানা দেশের পর্যটকরা ভিড় জমিয়েছে। এখানে বিজয়ীদের মধ্যে মোটা অঙ্কের পুরস্কার রয়েছে। -সাইপ্রাস মেইল অবলম্বনে।
×