ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জামিন অযোগ্য ধারা বাতিল না হলে কঠোর আন্দোলনের হুমকি

প্রকাশিত: ০৫:৩৭, ৭ অক্টোবর ২০১৮

জামিন অযোগ্য ধারা বাতিল না হলে কঠোর আন্দোলনের হুমকি

স্টাফ রিপোর্টার ॥ সড়ক পরিবহন আইনে জামিন অযোগ্য ধারা বাতিলের দাবি জানিয়েছেন পরিবহন মালিক-শ্রমিকরা। তারা বলেছেন, নতুন আইনের সব ধারাই জামিনযোগ্য করতে হবে। তাই দ্রুততম সময়ের মধ্যে আইনের সংশোধন চান মালিক-শ্রমিক নেতারা। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন তারা। শনিবার রাজধানীর ফুলবাড়িয়া বাস-টার্মিনালে সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সমাবেশ থেকে এই হুমকি দেয়া হয়। সড়ক পরিবহন আইন সংশোধন ও ফুলবাড়িয়া বাস টার্মিনাল দখলের চেষ্টার প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হয়। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি হাফিজুর রহমান হিরুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, ওসমান আলী, আব্দুল করিম দুদু, মহাখালী টার্মিনাল বাস মালিক সমিতির সভাপতি আবুল কালাম, সায়েদাবাদ টার্মিনাল বাস মালিক সমিতির সভাপতি আবুল কালাম আজাদ, শ্রমিক নেতা করম আলী, নূরুল আমিন নুরু, শহিদুল্লাহ শাহীন প্রমুখ। বক্তারা বলেন, আইন পাশ করার আগে পরিবহন মালিক শ্রমিকদের মতামত নিয়েছিল সরকার। আমরা বারবার বলেছি আইনের সব ধারায় অপরাধ জামিনযোগ্য হতে হবে। কিন্তু শেষ পর্যন্ত কথা রাখেনি আইন মন্ত্রণালয়। অন্যান্য সেক্টরের প্রতিনিধিদের দাবির প্রেক্ষিতে আইনের অনেক ধারা জামিন অযোগ্য করা হয়েছে। এতে পরিবহন মালিক ও শ্রমিকরা ক্ষুব্ধ। তারা বলছেন, এসব ধারা পরিবহন সেক্টরকে অস্থির করে তুলবে। মালিক-শ্রমিক নেতারা দেশের সকল বাস টার্মিনালে নিরাপদ সড়ক চাই-নিসচা আন্দোলনের চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে অবাঞ্চিত ঘোষণা করে বলেন, আমরাও চেয়েছিলাম সড়ক নিরাপদ হউক। তাই ইলিয়াস কাঞ্চনের সকল কর্মসূচীর প্রতি পরিবহন সেক্টরের মানুষের সমর্থন ছিল। কিন্তু শেষ পর্যন্ত তিনি মালিক শ্রমিকদের বিরুদ্ধে অবস্থান নেন। তার পরামর্শেই সড়ক পরিবহন আইনের অনেক ধারায় অপরাধ জামিন অযোগ্য করা হয়েছে। তেমনি চালকদের ফাঁসিরও দাবি জানিয়েছেন তিনি। তাই দেশের সকল বাস টার্মিনালে তাকে অবাঞ্চিত ঘোষণা করা হলো। ফুলবাড়িয়া বাস টার্মিনাল দখল প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ব্যক্তিদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়ে সমাবেশে বক্তারা বলেন, অবিলম্বে দখলকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীর গাফিলতির কারণে যদি টার্মিনাল দখল হয়ে যায় তাহলে গাড়ির চাকা বন্ধ হয়ে যাবে। বক্তারা জানান, কমিটি গঠনকে কেন্দ্র করে গত দেড় বছর ধরে ফুলবাড়িয়া বাস টার্মিনালে বিরোধ তৈরি হয়েছে। নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হলেও পুরনো কমিটির নেতারা টার্মিনাল দখলের চেষ্টা করছেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ তুঙ্গে ওঠেছে। গত ১৯ সেপ্টেম্বর সড়ক পরিবহন বিল-২০১৮ সংসদে পাস হয়। মোট ৪টি সংশোধনী নিয়ে ৫৭ পৃষ্ঠার বিলটি উপস্থাপন করা হলে সংসদে কণ্ঠভোটে পাশ করেন সংসদ সদস্যরা। বিলটি সম্পর্কে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, শুধু শিক্ষার্থীদের আন্দোলনের কারণে নয়, আরও আগে থেকেই এই বিলটি নিয়ে কাজ করছে সরকার। বিলটি সময় উপযোগী করে প্রণয়ন করা হয়েছে। আলোচিত সড়ক পরিবহন আইন-২০১৮ গত ৬ আগস্ট মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন পায়। এরপর ১৩ সেপ্টেম্বর সংসদে বিলটি উত্থাপন করেছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। অন্যদিকে আইনমন্ত্রী আনিসুল হক সম্প্রতি বলেছেন, সড়ক পরিবহন আইন ২০১৮-এর ৮৪, ৯৭ ও ১০৩ ধারায় সংঘটিত অপরাধগুলো জামিন অযোগ্য।
×