ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে;###;নেতৃত্ব দিচ্ছেন আল্লামা ফরিদউদ্দিন মাসউদ

যশোর থেকে আলেম উলামা জনতার পথযাত্রা শুরু

প্রকাশিত: ০৫:৩৫, ৭ অক্টোবর ২০১৮

যশোর থেকে আলেম উলামা জনতার পথযাত্রা শুরু

স্টাফ রিপোর্টার ॥ কওমি মাদ্রাসার স্বীকৃতির জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন আর জঙ্গীবাদ, মাদক, দুর্নীতির বিরুদ্ধে ঐক্যের আহ্বান জানিয়ে যশোর থেকে সিলেটের সুনামগঞ্জ পর্যন্ত শুরু হয়েছে আলেম উলামা ও জনতার পথযাত্রা। নেতৃত্বে রয়েছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার ঊদগার গ্র্যান্ড ইমাম শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ। শনিবার যশোরে পথসভার মধ্য দিয়ে শুরু হওয়া এ পথযাত্রা শেষ হবে আগামী ৯ অক্টোবর সুনামগঞ্জ পুরান বাস স্ট্যান্ডে জনসভার মধ্য দিয়ে। শনিবার দুপুরে যশোর চাঁচড়ার মোড়ে পথযাত্রার উদ্বোধন ঘোষণা করে আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেছেন, দেশ যে এগিয়ে যাচ্ছে এর একটা বড় আলামত হলো কওমি মাদ্রাসার স্বীকৃতি। প্রধানমন্ত্রী মাদ্রাসাকে ভালবাসেন বলেই তিনি এই স্বীকৃতি দিয়েছেন। আমরা তার শুকরিয়া জ্ঞাপন করছি। এ দেশের আলেম উলামা ও অভিভাবক জনতার দীর্ঘদিনের দাবি কওমি মাদ্রাসা সনদের স্বীকৃতির আইন পাস করায় আমরা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞা জ্ঞাপন করছি। তাছাড়া আলেম সমাজ ও মুসলিমদের স্বার্থে তিনি আরও নানা প্রকল্প নিয়েছেন। মানবতা ও ইসলামের স্বার্থে লাখ লাখ দেশচ্যুত রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছেন। আমরা তার ইহলৌকিক ও পারলৌকিক কল্যাণের দোয়া করি। তিনি আরও বলেন, সন্ত্রাস ও জঙ্গীবাদ ছড়িয়ে ইসলামের নামে রক্তপিপাসু ইসলাম মানবতাকে হত্যা করে রক্তের হোলিখেলায় লিপ্ত। অথচ জঙ্গীবাদ ও সন্ত্রাসের সঙ্গে ইসলামের কোন সম্পর্ক নেই। মাওলানা মাসউদুল কাদিরের পরিচালনায় ও মাওলানা ইমদাদুল্লাহ কাসেমীর সভাপতিত্বে উদ্বোধনী পথসভায় আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর বাংলাদেশ জমিয়তুল উলামার সভাপতি মাওলানা দেলোয়ার হুসাইন সাইফি, মাওলানা হোসাইন আহমদ, মাওলানা আব্দুর রহীম কাসেমী, মাওলানা আবু সুফিয়ান যাকী, মুফতি তাজুল ইসলাম কাসেমী, মাওলানা সদরুদ্দিন মাকনুন, মাওলানা আইয়ুব আনসারী, মাওলানা আব্দুল হালীম ফরীদী, মাওলানা সাঈদ নিজামী, মাওলানা শুয়াইব আহমদ, মাওলানা ওয়ালিউল্লাহ মাসঊদ, মাওলানা জিয়া বিন কাসেম, মাওলানা মোহাম্মদুল্লাহ, মাওলানা রুহুল আমীন, মাওলানা কুতুব উদ্দীন, জামিয়তুল ইসলাহ কিশোরগঞ্জের শায়খুল হাদীস মাওলানা মুসলেহ উদ্দীন, পঞ্চগড় জমিয়তের আহ্বায়ক মাওলানা ওয়াহীদুজ্জামান, গাজীপুর জমিয়তের আহ্বায়ক মাওলানা আব্দুর রহীম তালুকদার। কুমিল্লা জমিয়তুল উলামার আহ্বায়ক মাওলানা সারওয়ার আলম ভূইয়া প্রমুখ। আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, আজকের তরুণ ও যুব সমাজ আমাদের দেশের সবচেয়ে বড় সম্পদ। যুব সমাজকে ধ্বংস করতেই মাদকের বন্যা ধেয়ে আসছে আমাদের দেশে। কেবল অভিযান চালিয়ে মাদকের বন্যা বন্ধ করা যাবে না। মানুষের হৃদয় থেকে মাদকের চাহিদা মিটিয়ে দিতে হবে। আর না হলে মাদকের সয়লাব ঠেকানো যাবে না। তবলিগের ইস্যু নিয়ে যে বিভাজন তৈরি হয়েছে তা অনভিপ্রেত উল্লেখ করে তিনি বলেন, বিশ্বে সুন্দর একটা দাওয়াতি কাজ চলছিল। আফসোসের বিষয় হলো, এখানেও বিভক্তি তৈরি করা হয়েছে। বিভাজনকে কমাতেই আমরা এই পথযাত্রা করছি। প্রথম আমরা শুরু করছি যশোর থেকে সুনামগঞ্জ পর্যন্ত পথযাত্র। পরে কক্সবাজার থেকে পঞ্চগড় পর্যন্ত পথযাত্রা করব। তিনি বলেন, শ্যামল সুন্দর আমাদের এ বাংলা আল্লাহর অশেষ দান। এ বাংলার অধিবাসীরাও আমাদের দেশের মতোই সুন্দর তাদের অন্তর কোমল ও নরম। এদেশের মানুষ সর্বদাই ইসলাম, আল্লাহ, রাসূলের প্রতি আনুগত্যশীল ও ধর্মপ্রাণ। ধর্ম ও দ্বীনের প্রতি এতো টান অন্যান্য দেশের লোকদের মাঝে কমই দেখা যায়। আমাদের দেশের মতো ঘনবসতি পৃথিবীর অন্য কোথাও আছে কিনা খুঁজে দেখতে হবে। তবুও আমাদের দেশ আল্লাহর রহমতে সমৃদ্ধির দিকে এগিয়ে চলছে, আমাদের দেশ সারা পৃথিবীর জন্য এখন একটি রোল মডেল। দেশের উন্নয়নের কথা উল্লেখ করে ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, আমাদের দেশ সারা পৃথিবীর জন্য এখন একটি রোল মডেল। আমাদের উন্নয়নের গতি ও মাত্রাকে আন্তর্জাতিকভাবে সবাই স্বীকার করে নিয়েছেন। এমনকি আমাদের এ দেশের দুশমন পাকিস্তানিরাও আজ তাদের সরকারকে আহ্বান জানায় যে, আল্লাহর ওয়াস্তে আমাদের অন্তত বাংলাদেশ বানিয়ে দাও। অথচ এককালে এ পাকিস্তানিরাই আমাদের পরাধীন করে রেখেছিল। পথযাত্রায় কবে কোথায় সমাবেশ, পথসভা ॥ দুপুরে যশোরে উদ্বোধনের পর বিকেলে খুলনার শহিদ হাদিস পার্কে অনুষ্ঠিত হয়েছে জনসভা। আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ জনকণ্ঠকে, সচেতন নাগরিক ও মুসলমান হিসেবে আজ আমাদের সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সময় এসেছে। সঙ্গে সঙ্গে কওমি শিক্ষাসনদ স্বীকৃতি প্রদান করায় সরকারের শুকরিয়া স্বরূপ বর্তমান সরকারের উন্নয়ন সম্পর্কে জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে বাংলাদেশ জমিয়তুল উলামার আয়োজনে এই পথযাত্রার উদ্যোগ নেয়া হয়েছে। কমসূচীর অংশ হিসেবে আজ গোপালগঞ্জের ঘোনাপাড়ায় সকাল ৯টায় পথসভা, দুপুর ১২টায় ফরিদপুরের ভাঙ্গায় মাদানী নগর মাদ্রাসা প্রাঙ্গণে জনসভা, বিকেল ৪টায় মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ি ঘাটে পথসভা, সন্ধ্যা ৭টায় মুন্সীগঞ্জের কুচিয়া মোড়া কলেজ মাঠে জনসভা অনুষ্ঠিত হবে। আগামীকাল সোমবার সকাল ৯.৩০টায় ভেলানগর বাসস্ট্যান্ড মসজিদ প্রাঙ্গণে, বেলা ১১টায় ভৈরবে উপজেলা মসজিদ প্রাঙ্গণে জনসভা, দুপুর সাড়ে ১২টায় ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্বরোডে পথসভা, বিকেল ৩টায় হবিগঞ্জের মিরপুরে পথসভা, বাদ মাগরিব মৌলভীবাজারের বেড়ির পাড় বাস স্ট্যান্ডে জনসভা, বাদ এশা সিলেটর নয়াসড়ক এলকায় মাদানী চত্বরে পথসভা এবং মঙ্গলবার সুনামগঞ্জ পুরান বাস স্ট্যান্ডে সকাল ১০টায় অনুষ্ঠিত হবে সমাপনী জনসভা।
×