ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সুষ্ঠু নির্বাচন ভয় পায় আওয়ামী লীগ॥ ফখরুল

প্রকাশিত: ০৮:০৩, ৬ অক্টোবর ২০১৮

 সুষ্ঠু নির্বাচন ভয় পায় আওয়ামী লীগ॥ ফখরুল

স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের (বিএসপিপি) আয়োজনে এক সমাবেশ অনুষ্ঠিত হয় সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে শুক্রবার সন্ধ্যায়। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারকে উদ্দেশ্য করে বলেন, খালেদা জিয়াকে মুক্তি দিন। তা না হলে আপনারাও মুক্ত থাকতে পারবেন না। তাকে মুক্তি না দিলে যে সঙ্কট তৈরি হবে, তা আপনারা মোকাবেলা করতে পারবেন না। আওয়ামী লীগের মতো একটি পুরনো ও ঐতিহ্যবাহী দল দেউলিয়া হয়ে গেছে বলে দাবি করেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, শুধু রাষ্ট্রযন্ত্রের ওপর ভর করে ক্ষমতায় থাকার কারণে তাদের আজ এই অবস্থা। তারা সুষ্ঠু নির্বাচনকে ভয় পায়। ফলে যেন-তেন নির্বাচন দিয়ে আবারও ক্ষমতায় আসতে চায়। মির্জা ফখরুল আরও বলেন, আওয়ামী লীগ কথায় কথায় খুব গর্ব করে বলে, বিশ্বনেতারা তাদের সঙ্গে আছেন। কিন্তু শুধু বিশ্বনেতারা থাকলেই হবে না। জনগণও সঙ্গে থাকতে হবে। বাংলাদেশ এমন একটি দেশ, যেখানে জনগণের আশা আকাক্সক্ষাকে বাদ দিয়ে কোন কিছু করা যায় না। তিনি বলেন, গণতন্ত্রের মজবুত ভিত্তি স্থাপনে পেশাজীবীদের ভ‚মিকা সবচেয়ে বেশি। সেই পেশাজীবীরা যদি বিকৃত মানসিকতার অধিকারী হয়, তাহলে ভয়াবহ পরিবেশ তৈরি হয়। যেটা এখন বাংলাদেশে তৈরি হয়েছে। সমাবেশে উপস্থিত পেশাজীবী নেতাদের উদ্দেশে মির্জা আলমগীর বলেন, এই অবস্থার পরিবর্তন ঘটাতে হবে। আপনারা আন্দোলনের ওয়েব সৃষ্টি করুন। আমরা রাজনীতিবিদরা সেই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাব। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার প্রসঙ্গ টেনে ফখরুল বলেন, এই মামলায় ইন্টারপোল থেকে তদন্ত কর্মকর্তাদের আনা হয়। কিন্তু আওয়ামী লীগ তদন্ত কাজে তাদেরকে কোন ধরনের সহযোগিতা করেনি। আক্রান্ত গাড়িটাও তারা পরীক্ষা করতে দেয়নি। এই মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয় সাক্ষী। অথচ তিনি একদিনও সাক্ষ্য দিতে যাননি। মামলার আসামি মুফতি হান্নানকে নির্যাতন করে তারেক রহমানের নাম জড়িয়ে সাক্ষ্য নেয়া হয়েছিল বলে অভিযোগ এই বিএনপি নেতার। তিনি বলেন, মুফতি হান্নান যেন এ বিষয়ে আর কোন কথা বলতে না পারে, সেজন্য মামলা শেষ হওয়ার আগেই তাকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে।
×