ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সঞ্জয় সরকার

শরৎ-রানীর রূপ

প্রকাশিত: ০৬:৩৫, ৬ অক্টোবর ২০১৮

  শরৎ-রানীর রূপ

কাশের বনে কাশ ফুটেছে শিউলী গাছে শিউলী শরৎ রানীর রূপ দেখে তাই নেচে ওঠে পিউলি। শিশির ভেজা ঘাসের ওপর তা ধিন তা ধিন নাচে নাচের তালে দোয়েল পাখি শিস দিয়ে যায় গাছে। ফড়িং নাচে তিড়িং-বিড়িং হাস্নাহেনার ডালে নাচন দেখি নীলাকাশেও সাদা মেঘের পালে। তাল পড়ে ওই তালপুকুরে টাপুর-টুপুর ছন্দে শরৎ-রানীর রূপে সবার মন ভরে আনন্দে।
×