ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এমরান চৌধুরী

শরৎ

প্রকাশিত: ০৬:৩৪, ৬ অক্টোবর ২০১৮

  শরৎ

আকাশ যেন দুধ সাদা বক মেঘের বুকে ঝিল শরৎ মানে বাউরি বাতাস জোছনা মাখা দিল। খালের পাশে কাশের বাগান সাদা চুলের দোল শিউলি ফুলে মুখ উজালা নারিকেলের খোল। শরৎ মানে মান্জা সুতোর লড়াই এবং তুড়ি ঘুড়ির বুকে পাখির সুখে কেবল ওড়াওড়ি। শরৎ মানে মাচান ভরা খোলা হাওয়ার দিন পুকুর ঘাটে খলসে পুঁটি আনন্দে রঙিন।
×