ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ধর্ষণের অভিযোগ আবার রোনাল্ডোর অস্বীকার

প্রকাশিত: ০৫:৪৪, ৬ অক্টোবর ২০১৮

 ধর্ষণের অভিযোগ আবার রোনাল্ডোর অস্বীকার

স্পোর্টস রিপোর্টার ॥ বর্তমান বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডো। কিন্তু সম্প্রতি তার বিরুদ্ধে ৯ বছর আগে এক নারীকে ধর্ষণ করা নিয়ে তদন্ত শুরু হয়েছে। তা নিয়ে গোটা ফুটবল দুনিয়ায় তোলপাড় শুরু হয়। তবে বরবারের মতো আবারও এই অভিযোগকে অস্বীকার করেছেন জুভেন্টাসের এই পর্তুগীজ সুপারস্টার। এ প্রসঙ্গে সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম টুইটারে রোনাল্ডো লিখেন, ‘আমি দৃঢ়ভাবে আমার প্রতি ওঠা অভিযোগ অস্বীকার করছি। ধর্ষণ খুবই জঘন্য একটি অপরাধ। আমি নিজেও এ ধরনের অপরাধের ঘোরতর বিরোধী। আমি নিজে চাই এই অভিযোগ থেকে মুক্তি পেতে। এমনকি আমার নামে মিডিয়ায় যেসব অভিযোগ উঠে এসেছে এবং মনগড়া বক্তব্য এসেছে সেইসব কিছুর বিরোধিতা করছি আমি।’ ক্যাথরিন মায়োরগা নামে যুক্তরাষ্ট্রের ৩৪ বছর বয়সী এক নারী অভিযোগ করেন, রোনাল্ডো তাকে লাস ভেগাসের এক হোটেলে ধর্ষণ করেছিলেন। গত মাসে জার্মানভিত্তিক ‘দার স্পিজেল’ সাময়িকীতে বলা হয়, রোনাল্ডো ওই নারীকে তিন লাখ ৭৫ হাজার ইউএস ডলার দিয়েছিলেন যেন তা প্রকাশ না করেন। তখনই নিজের ওপর আসা সব অভিযোগ অস্বীকার করেন ফিফার পাঁচবারের বর্ষসেরা এই খেলোয়াড়। সে সময়ে তিনি জানিয়েছিলেন, ওই নারীর সম্মতিতেই শারীরিক সম্পর্ক হয়েছিল। রোনাল্ডোর অভিযোগ অস্বীকারের পর ক্যাথরিন মায়োরগার আইনজীবী তার ক্লায়েন্টকে চুপ থাকার জন্য সি আর সেভেনের দেয়া অর্থ নিয়েও প্রশ্ন তোলেন। তবে ‘দার স্পিজেল’ বলছে, রোনাল্ডোর এ্যাকাউন্টের বিভিন্ন তথ্য নিয়েই ক্যাথরিন মায়োরগার আইনজীবী মামলা করেছেন। যদিওবা রোনাল্ডোর আইনজীবী ক্রিস্টিয়ান শ্যার্টজ বলেন, ‘এটা একটা অগ্রহণযোগ্য প্রতিবেদন।’ তিনি এই পত্রিকার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেবেন বলেও জানিয়েছেন। ধর্ষণের অভিযোগকারী ক্যাথরিন মায়োরগা জানান, এক সন্ধ্যায় লাস ভেগাসে পার্টি করার সময় কাটানোর পর রোনাল্ডো তাকে ধর্ষণ করেন। লাস ভেগাসে তিনি দুলাভাই-খালাতো ভাই বোনদের সঙ্গে ছুটি কাটাচ্ছিলেন। রোনাল্ডো যখন ধর্ষণের অভিযোগে বিশ্ব গণমাধ্যমে ব্যাপক আলোচিত তখন তার চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিও বসে নেই। তবে এল এম টেন আলোচনায় তার দুর্দান্ত পারফর্মেন্সে। উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের নতুন মৌসুমে দুর্দান্ত সময় কাটছে বার্সিলোনার এই আর্জেন্টাইন স্ট্রাইকারের। ইউরোপ সেরার এই টুর্নামেন্টের গ্রুপপর্বের দ্বিতীয় রাউন্ডের ম্যাচ শেষ হয়েছে বুধবার। ২০১৮-১৯ মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে গোলের দিক দিয়ে এখন পর্যন্ত সবার ওপরে রয়েছেন লিওনেল মেসি।
×