ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এত অবজ্ঞা অস্ট্রেলিয়ার!

প্রকাশিত: ০৫:৪২, ৬ অক্টোবর ২০১৮

এত অবজ্ঞা অস্ট্রেলিয়ার!

স্পোর্টস রিপোর্টার ॥ দারুণ নৈপুণ্যে সারাবিশ্বের প্রশংসা পেলেও নাক উঁচু অসিরা যে টাইগারদের অবজ্ঞার চোখে দেখে সেটি উঠে এলো আরও একবার। বহু তালবাহানার পর গত বছর আগস্টে বাংলাদেশ সফরে এসে প্রথম টেস্টেই হেরে বসে অস্ট্রেলিয়া। যদিও পরের ম্যাচ জিতে সিরিজে সমতা এনেছিল সফরকারীরা। সম্প্রতি অস্ট্রেলিয়া দলের ভেতরকার খবর নিয়ে একটি বই লিখেছেন গিডিওন হেইয়ের। নাম ‘ক্রসিং দ্য লাইনার’। প্রকাশের অপেক্ষায় আছে বইটি। তবে কিছু অংশ টিজার হিসেবে প্রকাশ পেয়েছে। সেখানে বাংলাদেশ সম্পর্কে তাদের অবজ্ঞা স্পষ্ট হয়েছে। ২০১৭ সালের ওই সিরিজে অস্ট্রেলিয়া দলের পারর্মেন্স প্রধান ছিলেন প্যাট হাওয়ার্ড। প্রথম টেস্টে হারের পর ক্রিকেট অস্ট্রেলিয়ার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে একটি মেইল করেন তিনি। সেখানে প্রথমে টেস্টে দলের হার নিয়ে নিজের হতাশা তুলে ধরেন হাওয়ার্ড এবং ওই হারের দায়ও নিজের ঘাড়ে নেন। তারপরই বাংলাদেশ দল সম্পর্কে উন্নাসিক এক মন্তব্য করে বসেন হাওয়ার্ড। তার মতে বাংলাদেশ দলের ক্রিকেটাররা নাকি অস্ট্রেলিয়ার প্রাদেশিক দলে খেলারও যোগ্য না।
×