ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পৃথ্বী শ’য়ে মুগ্ধ শচীন

প্রকাশিত: ০৫:৪২, ৬ অক্টোবর ২০১৮

পৃথ্বী শ’য়ে মুগ্ধ শচীন

স্পোর্টস রিপোর্টার ॥ মাত্র ১৮ বছর বয়সে অভিষেক টেস্টেই সেঞ্চুরি হাঁকিয়ে আলোড়ন তুলেছেন পৃথ্বী শ। অনেকেই তার ব্যাটিংয়ে গ্রেট শচীন টেন্ডুলকরের ছায়া দেখছেন। আভিজাত্যের সাদা পোশাকে জীবনে প্রথমবারের মতো মাঠে নেমে মাতিয়ে দিয়েছেন ছোটখাটো গড়নের বিরল এই প্রতিভা। রাজকোট টেস্টে খেলেছেন ১৩৪ রানের মনোমুগ্ধকর ইনিংস। যা খোদ শচীনকেও বিমোহিত করেছে। লিটলম্যানকে প্রশংসায় ভাসিয়েছেন আরেক গ্রেট সৌরভ গাঙ্গুলীও। পৃথ্বীর অভিষেক যার সঙ্গে সবচেয়ে বেশি করে তুলনা চলে আসছে সেই শচীন আবেগাপ্লুত উত্তরসূরির ব্যাটিং দেখে। ‘জীবনের প্রথম ইনিংসেই তোমার থেকে এ রকম আগ্রাসী ব্যাটিং দেখে ভাল লাগল। এই রকম ভয়ডরহীন ব্যাটিংই করে যাও।’ টুইটারে লিখেছেন শচীন। ব্যাটিং ঈশ্বরের টুইটের জবাবে পৃথ্বী পরে বিসিসিআই টিভিকে বলেন, ‘ধন্যবাদ, শচীন স্যার। ছোটবেলায় আপনার থেকে পাওয়া পরামর্শ নিশ্চিত করেছে, যাতে আমি আপনার সম্মান রাখতে পারি।’ ভারতের অন্যতম সফল অধিনায়ক সৌরভ গাঙ্গুলীরও মনে ধরেছে পৃথ্বীর ব্যাটিং। কলকাতায় একটি অনুষ্ঠানে তিনি বলেন, ‘দুর্দান্ত ব্যাটসম্যান পৃথ্বী। না হলে কেউ রঞ্জি, দুলীপ আর টেস্ট অভিষেকে সেঞ্চুরি করতে পারে না। পৃথ্বীকে দেখে মনে হয়েছে ও ব্যাকফুটে খুব শক্তিশালী। বছরের শেষে অস্ট্রেলিয়া সফরেও আশা করব ও সফল হবে। কারণ ব্যাকফুটে পৃথ্বী সাবলীল। যেটা অস্ট্রেলিয়ায় ওকে সাহায্য করবে।’ প্রশ্ন করা হয়, আপনার কি মনে হয়, পৃথ্বী এসে যাওয়ায় ভারতের ওপেনার সমস্যা অনেকটা মিটে গেল? জবাবে সৌরভ বলেন, ‘এখন তো পৃথ্বী সবে খেলা শুরু করল। আরও কিছুটা সময় দিতে হবে।’ পৃথ্বীকে ইদানীং যিনি খুব কাছ থেকে দেখেছেন সেই ভারতের কোচ রবি শাস্ত্রী বলছেন, ‘অভিষেকেই চাপমুক্ত এবং ভয়ডরহীন ক্রিকেট খেলার জন্য অভিনন্দন। বীরু এবং মাস্টারের ছায়া কিছুটা দেখতে পেলাম।’ পুজারা আউট হওয়ার পরই ব্যাট করতে নেমে পৃথ্বীকে অভিনন্দন জানান অধিনায়ক বিরাট কোহালি। পৃথ্বীর সেঞ্চুরি হওয়ার পর থেকেই একের পর এক অভিনন্দন বার্তা ভেসে আসতে থাকে। বীরেন্দ্র শেবাগের টুইট, ‘পুরোটাই শয়ের শো। অভিনন্দন পৃথ্বী শ। এই তো সবে শুরু হলো। ছেলেটার মধ্যে অনেক দম আছে।’ পৃথ্বীরই শহর মুম্বাইয়ের আর এক প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকর টুইটে লিখেছেন, ‘অভিষেকেই সেঞ্চুরির জন্য অভিনন্দন। খুব ভাল লাগল দেখে যে, পৃথ্বী এক ’শ স্ট্রাইক রেটে ব্যাট করলেও কখনও মনে হয়নি ঝুঁকি নিচ্ছে।’ শুধু ভারতীয় ক্রিকেটাররাই নন, বিদেশের মাটি থেকেও এসেছে অভিনন্দন বার্তা। সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন যেমন লিখেছেন, ‘১৮ বছর বয়সে টেস্ট অভিষেকে কি খেলল পৃথ্বী! দেখে মনে হচ্ছে আরও একজন ভারতীয় মহাতারকা এসে গেল।’
×