ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আরেকটি সিরিজ হাতছাড়া সালমাদের

প্রকাশিত: ০৫:৪০, ৬ অক্টোবর ২০১৮

 আরেকটি সিরিজ হাতছাড়া সালমাদের

স্পোর্টস রিপোর্টার ॥ মাত্র সাড়ে ৩ মাস আগের দলটিকে একেবারেই চেনা গেল না। মালয়েশিয়ায় অনুষ্ঠিত মহিলা এশিয়া কাপ টি২০ ক্রিকেটে শিরোপা জিতে বিস্ময়ের জন্ম দিয়েছিল বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। সেখানে শক্তিশালী পাকিস্তান ও ভারতকে হারিয়েছিল। কিন্তু এবার ঘরের মাটিতে ৪ ম্যাচের টি২০ সিরিজের এক ম্যাচ বাকি থাকতেই পাক মেয়েদের কাছে সিরিজ হেরেছে সালমা খাতুনের দল। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার সিরিজের তৃতীয় টি২০ ম্যাচে পাকিস্তান মহিলা ক্রিকেট দল ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশের মেয়েদের। ফলে ২-০ ব্যবধানে সিরিজ জিতে গেছে সফরকারী পাক মেয়েরা। প্রথম ম্যাচটি পরিত্যক্ত হয়েছিল। সিরিজের চতুর্থ ও শেষ ম্যাচটি আজ অনুষ্ঠিত হবে। টস জিতে আগে ব্যাটিংয়ে নামে বাংলাদেশের মেয়েরা। উদ্বোধনী জুটি বেশ ভালভাবেই এগিয়ে যেতে থাকে। কিন্তু দলীয় ২০ রানের সময় আয়েশা রহমান শুকতারা ৮ রানে সাজঘরে ফিরলে বিপর্যয় শুরু হয়। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। শামীমা সুলতানা ১০ রানে ফেরার পর মাঝে নিগার সুলতানা ২৯ বলে ১৯ ও রুমানা আহমেদ ১২ রান করেন। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ৮১ রান করতে সক্ষম হয় বাংলাদেশ। নাশরা সান্ধু ও নিদা দার উভয়ে ১৬ রান দিয়ে নেন ২ উইকেট। জবাবে আয়েশা জাফর ও নাহিদা খান উদ্বোধনী জুটিতে পাকিস্তানকে দেন ৩২ রান। তবে এরপরও তেমন সমস্যা হয়নি পাক মেয়েদের জয় তুলে নিতে। নাহিদা ৩৩, অধিনায়ক জাভেরিয়া খান অপরাজিত থাকেন ৩১ রানে। ১৮.১ ওভারে ৩ উইকেটে ৮৫ রান তুলে জয় ছিনিয়ে নেয় পাকিস্তান মহিলা ক্রিকেট দল।
×