ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফিলিস্তিন-নেপাল গুরুত্বপূর্ণ ম্যাচ আজ

প্রকাশিত: ০৫:৪০, ৬ অক্টোবর ২০১৮

  ফিলিস্তিন-নেপাল গুরুত্বপূর্ণ ম্যাচ আজ

স্পোর্টস রিপোর্টার, সিলেট থেকে ॥ ‘এ’ গ্রুপের ফিলিস্তিন-নেপাল ম্যাচ দিয়ে আজ শেষ হচ্ছে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের সিলেটপর্ব। সিলেট জেলা স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৬টায় আজ টুর্নামেন্টের ফেবারিট দল ফিলিস্তিন মোকাবেলা করবে আসরের বর্তমান শিরোপাধারী নেপালের। এই ম্যাচের পরেই জানা যাবে কোন দুটি দল সেমিতে যাবে। সেই সঙ্গে শেষ চারের লাইনআপও নির্ধারিত হয়ে যাবে। সেই সেমির খেলাগুলো অনুষ্ঠিত হবে কক্সবাজার স্টেডিয়ামে, আগামী ৯ এবং ১০ অক্টোবর। এ পর্যন্ত ছয় দলের মধ্যে একটি বিদায় নিয়েছে। তারা হলো ‘বি’ গ্রুপের দল লাওস। টিকে আছে পাঁচ দল। গ্রুপ ‘বি’ থেকে বাংলাদেশ ও ফিলিপিন্স ওঠে গেছে সেমিফাইনালে। বাকি দুই সেমিফাইনালিস্ট নির্ধারণ হবে আজ। কক্সবাজারের সেমিফাইনালিস্টের জন্য আসন আছে দুটি; কিন্তু এর দাবিদার তিন দল। এই তিন দলের মধ্যে কিছুটা স্বস্তিতে আছে তাজিকিস্তান। নেপালকে ২-০ গোলে হারালেও ফিলিস্তিনের কাছে একই ব্যবধানে হেরেছিল মধ্য এশিয়ার দলটি। তাজিকদের কাছে হারা টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন নেপালের জন্য সেরা চারে জায়গা করে নেয়াটা বেশ কঠিন। নেপাল এখানে খেলতে এসেছে তাদের সেরা ক’জন তারকাকে ছাড়াই। তাদের জন্য সেমিতে যাওয়াটা বেশ চ্যালেঞ্জের। তাদের শুধু জিতলেই হবে না, জিততে হবে কমপক্ষে তিন গোলে। ২-০ গোলে জিতলে গ্রুপের সমীকরণটা হয়ে যাবে জটিল। তখন নেপাল, তাজিকিস্তান ও ফিলিস্তিনের পয়েন্ট হেড টু হেড এবং গোল ব্যবধান সবকিছু সমান হয়ে হবে। তখন বাইলজ অনুযায়ী টসেই ঠিক করা হবে কোন্ দুটি দল সেমিতে উঠবে। আর নেপাল যদি এক গোলের ব্যধানে জিতে কিংবা ড্র করে তাহলে সেমিতে ওঠে যাবে ফিলিস্তিন ও তাজিকিস্তান। আর বিদায় নেবে নেপাল। হেড টু হেড লড়াইয়ে নেপাল। তিনবারের লড়াইয়ে একবারও জিততে পারেনি তারা। ফিলিস্তিন জিতেছে ১ ম্যাচে। বাকি ২ ম্যাচ ড্র হয়। র‌্যাঙ্কিংয়ে ফিলিস্তিন ৬০ ধাপ এগিয়ে। ফিলিস্তিন ১০০, নেপাল ১৬০। সর্বশেষ ২০১৩ সালের ৬ মার্চ কাঠমান্ডুতে ফিলিস্তিনের মুখোমুখি হয়ে গোলশূন্য ড্র করেছিল নেপাল। ২০১৯ সালের জানুয়ারিতে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় এএফসি এশিয়া কাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে ফিলিস্তিন। তারা বঙ্গবন্ধু গোল্ডকাপকে এই আসরের প্রস্তুতি হিসেবে নিয়েছে। এবারের আসরের অন্যতম ফেবারিটও তারা। নেপাল কোচ বালগোপাল মহারজনও তাই মনে করছেন, ‘আমরা পাঁচদিনের প্রস্তুতি নিয়ে এসেছি। কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছাড়া এসেছি। তাজিকিস্তানের কাছে দুই গোলে হারায় আমাদের জন্য সেমিতে ওঠা কঠিন হয়ে গেল। শেষ ম্যাচে প্রতিপক্ষ ফিলিস্তিন যারা কিনা গোল্ডকাপের অন্যতম ফেবারিট। তারা এগিয়ে আছে, তবে আমরাও শেষ পর্যন্ত লড়াই করব।’ এখন দেখার বিষয় বালের দল নেপাল শক্তিশালী ফিলিস্তিনকে হারাতে পারে কি না তিন গোলের ব্যবধানে।
×