ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নারীর ক্ষমতায়ন নিশ্চিতে আইন সংস্কার প্রয়োজন ॥ ডেপুটি স্পীকার

প্রকাশিত: ০৫:২৬, ৬ অক্টোবর ২০১৮

    নারীর ক্ষমতায়ন নিশ্চিতে  আইন সংস্কার  প্রয়োজন ॥  ডেপুটি স্পীকার

জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ ফজলে রাব্বী মিয়া বলেছেন, রাজনীতিতে নারীর অংশগ্রহণ ও ক্ষমতায়ন নিশ্চিত করতে আইনগত সংস্কার এবং আইনানুগ সুবিধা নিশ্চিত করতে হবে। আর এর মাধ্যমেই লিঙ্গ বৈষম্য দূরীভূত হবে। তুরস্কে অনুষ্ঠিত এশিয়ান পার্লামেন্টারি এসেম্বলির (এপিএ) উইমেন পার্লামেন্টারিয়ান রেজুলেশনের ওপর মুক্ত আলোচনায় ডেপুটি স্পীকার একথা বলেন। শুক্রবার ঢাকায় জাতীয় সংসদ সচিবালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। বাংলাদেশ জাতীয় সংসদের ৪ সদস্যের একটি সংসদীয় প্রতিনিধি দল এপিএ’তে যোগদানের জন্য বর্তমানে তুরস্কে অবস্থান করছেন। শুক্রবার এসেম্বলির প্রথম এক্সিকিউটিভ কাউন্সিল এবং সোশ্যাল এ্যান্ড কালচারাল কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। খবর বাসসর।
×