ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গ্রাহকের তথ্য ফাঁস, এইচএসবিসি কর্মীর কারাদন্ড

প্রকাশিত: ০৪:৩৬, ৬ অক্টোবর ২০১৮

 গ্রাহকের তথ্য ফাঁস, এইচএসবিসি কর্মীর কারাদন্ড

এইচএসবিসি ব্যাংকের সাবেক এক কর্মী তিন গ্রাহকের গোপন তথ্য চোরদের হাতে তুলে দেয়ার পর তাদের একাউন্ট থেকে প্রায় ৬৭ হাজার পাউন্ড চুরি যায় বলে জানায় লন্ডন পুলিশ। শুক্রবার লন্ডনের একটি আদালত লিবার্টি স্টাফকে প্রতারণার অভিযোগে দোষীসাব্যস্ত করে ১৮ মাসের কারাদন্ড দিয়েছে। -খবর ইয়াহু নিউজের ২০১৬ সালের মার্চ থেকে স্টাফের (২৭) বিরুদ্ধে তদন্ত শুরু হয়। তখন তিনি সেন্ট্রাল লন্ডনে এইচএসবিসির একটি শাখায় কর্মরত ছিলেন। লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানায়, ওই তিন গ্রাহকের একাউন্ট থেকে ৬৭ হাজার পাউন্ডের বেশি অর্থ চুরি যায়। স্টাফ চোরদের গোপন তথ্য দিয়ে ওই তিনটি একাউন্টে অবৈধভাব প্রবেশের সুযোগ করে দিয়েছিলেন। চুরিতে সাহায্য করার কয়েকদিন পর স্টাফের একাউন্টে আট হাজার পাউন্ড জমা হয়। এইচএসবিসি কর্তৃপক্ষ তিন গ্রাহকের চুরি যাওয়া অর্থ পুরো ফেরত দিয়েছে। স্টাফের দন্ডে বিষয়ে এইচএসবিসি কর্তৃপক্ষ কোন মন্তব্য করতে রাজি হয়নি।
×