ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চীনা কোম্পানির ৫শ’ মিলিয়ন ডলারের প্রকল্প বাতিল করল মিয়ানমার

প্রকাশিত: ০৪:৩৫, ৬ অক্টোবর ২০১৮

  চীনা কোম্পানির ৫শ’  মিলিয়ন ডলারের  প্রকল্প বাতিল  করল মিয়ানমার

চীনের একটি ঠিকাদার কোম্পানির ৫০০ মিলিয়ন ডলার মূল্যের একটি বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিল করেছে মিয়ানমার সেনাবাহিনী। উভয়পক্ষের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক লঙ্ঘনের অভিযোগে প্রকল্পের কাজ বন্ধ করা হয়েছে বলে জানিয়েছে মিয়ানমারের সেনাবাহিনী। মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতী এ খবর জানিয়েছে। এনডিটিভি। খবরে বলা হয়েছে, ইয়াঙ্গুনে মিয়াইয়েইক নিয়ো বহুতল ভবন প্রকল্পটি ১৩ একর জায়গাজুড়ে নির্মাণ হওয়ার কথা ছিল। এখানে ১২টি ভবন নির্মাণ করা হবে যেগুলোর উচ্চতা ৩৮২ থেকে ৪১২ ফুট। এগুলো মিয়ানমার সেনাবাহিনীর মালিকানাধীন। প্রকল্পটি বাস্তবায়ন করছে জায়েকাবার কোম্পানি।
×