ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ক্রিসমাস দ্বীপে কুখ্যাত অভিবাসী আটক কেন্দ্র বন্ধ

প্রকাশিত: ০৪:৩৫, ৬ অক্টোবর ২০১৮

  ক্রিসমাস দ্বীপে কুখ্যাত  অভিবাসী আটক  কেন্দ্র বন্ধ

প্রত্যন্ত ক্রিসমাস দ্বীপে কুখ্যাত অস্ট্রেলীয় অভিবাসী আটক কেন্দ্র বন্ধ করে দেয়া হয়েছে বলে সরকার শুক্রবার বলেছে। সরকার এ সঙ্গে আশ্রয় প্রার্থী বোঝাই নৌযানের আগমন প্রবাহ অবসানে সরকারী কট্টর নীতির সফলতার প্রতি অভিনন্দন জানিয়েছে। খবর এএফপির ওয়েস্টার্ন অস্ট্রেলীয় শহর পার্থ থেকে প্রায় ২ হাজার ৩শ’ কিলোমিটার উত্তর-পশ্চিমে ভারত মহাসাগরীয় অঞ্চলে এ স্থাপনাটি দাঙ্গা, প্রাণহানি, ধর্ষণ ও আত্মহত্যার মতো ঘটনার স্থানে পরিণত হয়েছিল। আসলে এ অবস্থা চলে আসছিল ২০০৮ সালে কেন্দ্রটি প্রতিষ্ঠার পর থেকেই। অভিবাসন মন্ত্রী ডেভিড কোলম্যানের এক মুখপাত্র এএফপিকে বলেছেন, কেন্দ্রটি এখন বন্ধ করে দেয়া হয়েছে। এখানে অবশিষ্ট প্রায় ৩০ আশ্রয় প্রার্থীকে গত সপ্তাহে মূলভূখন্ডে আটক স্থাপনাগুলোতে পাঠিয়ে দেয়া হয়েছে। আশ্রয় প্রার্থীদের পাচার ব্যবসা বন্ধ করার জন্য ক্যানবেরার উদ্যোগের প্রধান অংশ হিসেবে ভূমিকা ছিল এ কেন্দ্রটির। এক সময় প্রায় প্রতিদিন আফগানিস্তান ও মধ্যপ্রাচ্যের দুঃসাহসী অভিবাসীদের ইন্দোনেশিয়া ও শ্রীলঙ্কা থেকে নৌযানে বোঝাই করে ক্রিসমাস দ্বীপে পাঠানো হয়েছে এবং এ বিপদসঙ্কুল যাত্রায় কিছু কিছু নৌযান ডুবে প্রাণহানির ঘটনা ঘটেছে। ২০১৩ সালের শেষদিক থেকে রক্ষণশীল সরকারের অভিবাসী প্রবেশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করে।
×