ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাজধানীতে শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা

প্রকাশিত: ০৪:৩০, ৬ অক্টোবর ২০১৮

 রাজধানীতে শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার ॥ বিশ্ব শিশু দিবস, জহির আলম জন্মবার্ষিকী এবং কেন্দ্রীয় কচি-কাঁচার মেলার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর দনিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বৃহত্তর এক শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা। আগামী ১২ অক্টোবর সকাল ৯টায় স্থানীয় স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান এ কে উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে জমকালো এই শিল্পযজ্ঞ। প্রতিবারের মতো এবারও আনন্দ-মুখরতা ও শিশু-কিশোরদের কলকাকলিতে জমে উঠবে আয়োজনটি। তিনটি বিভাগে অনুষ্ঠিতব্য এই প্রতিযোগিতায় ‘ক’ বিভাগে অংশগ্রহণ করবে ৩ বছর থেকে ৭ বছর বয়সী শিক্ষার্থীরা, ‘খ’ বিভাগে অংশ নিবে ৭ থেকে ১০ বছর বয়সী এবং ‘গ’ বিভাগের অংশগ্রহণকারী প্রতিযোগীদের বয়স-সীমা নির্ধারণ করা হয়েছে ১০ থেকে ১৬ বছর পর্যন্ত। স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ নিবে বলে আয়োজক সংগঠন সূত্রে জানা গেছে। তবে প্রতিযোগীদেরকে কাগজ ছাড়া ছবি আঁকার সকল উপকরণ সঙ্গে আনতে হবে। এতে স্কুল ও সামাজিক সংগঠন বা প্রতিষ্ঠানের শিক্ষার্থী বা সংগঠনের সঙ্গে সম্পৃক্তরা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। সকালে অঙ্কন প্রতিযোগিতা ছাড়াও বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী আয়োজন। এতে স্থানীয় ও জাতীয় পর্যায়ের সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বিশিষ্টজনরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
×