ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মুক্তি পেল মাহি-রোকনের ‘পবিত্র ভালবাসা’

প্রকাশিত: ০৪:২৯, ৬ অক্টোবর ২০১৮

 মুক্তি পেল মাহি-রোকনের ‘পবিত্র ভালবাসা’

স্টাফ রিপোর্টার ॥ চিত্রনায়িকা মাহিয়া মাহি অভিনীত নতুন চলচ্চিত্র ‘পবিত্র ভালবাসা’ সারাদেশে মুক্তি পেয়েছে। মাহির বিপরীতে এ চলচ্চিত্রে নবাগত চিত্রনায়ক রোকনের অভিষেক ঘটেছে। চলচ্চিত্রের কাহিনী, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনা এ কে সোহেল। সঙ্গীত ইমন সাহা। চিত্রগ্রহণ এম এ কাউয়ুম। সম্পাদনা একরামুল হক। গীত এ কে সোহেল ও লিয়াকত হোসেন খোকন। ফাইট জুম্মন। স্থিরচিত্র হিমু মৃধা। শুক্রবার সারাদশের ৩০টি প্রেক্ষাগৃহে ‘পবিত্র ভালবাসা’ মুক্তি পেয়েছে। এমন তথ্য জানিয়েছে চলচ্চিত্রের প্রযোজনা প্রতিষ্ঠান চাটগাঁ ফিল্ম প্রোডাকশনস কর্তৃপক্ষ। চাটগাঁ ফিল্ম প্রোডাকশনের ব্যানারে নির্মিত এ চলচ্চিত্রের আরও দুটি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী ও ফেরদৌস। অন্যান্য চরিত্রে আছেন সুজন, রেবেকা, আফজাল শরীফ ও ইলিয়াস কোবরা। এ প্রসঙ্গে মাহি বলেন, এক সময় শুক্রবার টেলিভিশনে যে ধরনের চলচ্চিত্র দেখতাম আমরা, এতে সেইরকম একটা বিষয় আছে। এ চলচ্চিত্রটি আমি নির্মাতা এ কে সোহেলের ওপর বাজি ধরেই করেছি। কেননা এর আগে তিনি ‘খায়রুন সুন্দরী’ বানিয়েছিলেন। নায়ককেও চিনতাম না। কিন্তু সব মিলে কাজটা অন্যরকম হয়েছে। এখনকার মডার্ন ফিল্মের মত না। এটা পিওর বাংলা চলচ্চিত্র। ‘পবিত্র ভালবাসা’ গল্পের মূল কাঠামো এরকম মায়াদেবী (মৌসুমী) হিন্দু সমাজের পঞ্চায়েত প্রধান। দিদার পাশা (ফেরদৌস) মুসলিম সমাজের পঞ্চায়েত প্রধান। দু’জন দু’জনকে গভীরভাবে ভালবাসে। কিন্তু ধর্মীয় অনুশাসন, কঠিন দেয়াল আর সামাজিক নিয়মনীতির শিকলে দু’জনের ভালবাসা বন্দী। দু’জনই ধর্মীয় সম্মানে ও সামাজিক মর্যাদাকে অক্ষুণœ রাখার জন্য নিজেদের গভীর ভালবাসাকে সামাজিক স্বীকৃতি দেয় না। অপরদিকে মায়াদেবীর ছোট ভাই রাহুল (রোকন) ভালবাসে দিদার পাশার ছোট বোন রোজী (মাহি) কে। তাদের প্রেম ভালবাসা নিয়ে দ্বন্দ্ব-সঙ্ঘাত হিন্দু-মুসলিম দুই পঞ্চায়েত প্রধানের মধ্যে, এটা ধর্মীয় কোন দ্বন্দ্ব নয়, পবিত্র ভালবাসার দ্বন্দ্ব। চলচ্চিত্রের নায়ক রোকন বলেন, এটা আমার স্বপ্নের একটা গল্প। প্রত্যেক শিল্পীর একটা স্বপ্ন থাকে। আমি প্রথম থেকেই এই চরিত্রটা নিয়ে ভাবতে থাকি। রাহুল চরিত্রে রূপদান করে আমি পুরোপুরি সেটিসফাই। আগামীতে যদি আর কাজ নাও করি তাতেও কোন আফসোস থাকবে না। ইতোপূর্বে নায়ক রোকন কয়েকটি চলচ্চিত্রে প্রধান নায়কের চরিত্রে অভিনয় করলেও এখন অতীত নিয়ে রোকন ভাবতে চান না। রোকন বলেন, আমি সৌভাগ্যবান যে মাহি, মৌসুমী ও ফেরদৌসের মতো দক্ষ শিল্পীদের পেয়েছি। এই কো-আর্টিস্টগুলো শক্ত পিলারের মতো পাশে দাঁড়িয়ে সহযোগিতা করেছেন। চলচ্চিত্রের গল্প আমাদের এই চারজনকে কেন্দ্র করেই। একেবারে নিটোল প্রেম। যদিও মনে হবে ধর্মের দ্বন্দ্ব, আসলে তা নয়। দুই পরিবারের প্রেমের দ্বন্দ্ব। এখানে ধর্ম যার যার, ভালবাসা সবার।
×