ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মধুমতিতে নৌকাবাইচ

প্রকাশিত: ০৪:২৮, ৬ অক্টোবর ২০১৮

 মধুমতিতে নৌকাবাইচ

নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ৫ অক্টোবর ॥ মহম্মদপুর উপজেলায় মধুমতি নদীতে প্রাণ আপ বিহারী লাল শিকদার গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। মাগুরা জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত এই নৌকাবাইচ প্রতিযোগিতায় মাগুরা, নড়াইল, খুলনা, ফরিদপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জ জেলার বিভিন্ন এলাকার ৩৩টি নৌকা অংশগ্রহণ করে । প্রতিযোগিতায় খুলনার জলপরী নৌকা ১ম স্থান, মাগুরা খানাবাড়ীয়া গ্রামের আকরাম হোসেনের নৌকা ২য় ও গোপালগঞ্জ জেলার রেজাউল মোল্লার নৌকা ৩য় স্থান লাভ করে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার এমপি প্রধান অতিথি থেকে নৌকাবাইচ প্রতিযোগিতা উপভোগ করেন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। মাগুরা জেলা প্রশাসক আতিকুর রহমান, পুলিশ সুপার খান রেজোয়ান হোসেন , জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মকবুল হোসেন প্রমুখ বক্তৃতা করেন।
×