ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনা

নাটোরে ত্রিমুখী সংঘর্ষে নিহত এক

প্রকাশিত: ০৪:২৪, ৬ অক্টোবর ২০১৮

নাটোরে ত্রিমুখী সংঘর্ষে  নিহত এক

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ৫ অক্টোবর ॥ বড়াইগ্রামে এ্যাম্বুলেন্স-ট্রাক-সিএনজি চালিত অটোরিক্সার ত্রিমুখী সংঘর্ষে আইয়ুব আলী (৩৫) নামে অটোরিক্সার এক যাত্রী নিহত ও ৬ জন আহত হয়েছে। শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার বনপাড়া-নাটোর মহাসড়কের জোয়াড়ি কারবালা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। উপজেলার আহম্মেদপুর নওপাড়া গ্রামের গিয়াসউদ্দিনের ছেলে। ঝলমলিয়া হাইওয়ে থানার ইনচার্জ এসআই মোজাম্মেল হোসেন ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বনপাড়া থেকে নাটোরগামী ট্রাকের চালক ঘুমের ঝিমুনিতে হঠাৎ ডান দিকে চলে গেলে বিপরীত দিক থেকে আসা এ্যাম্বুলেন্স ও এর পেছনে থাকা সিএনজি অটোরিক্সার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আইয়ুব আলীর মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। সিরাজগঞ্জে দুই নারী স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ থেকে জানান, শুক্রবার বিকেল সোয়া ৪টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের সিরাজগঞ্জের মুলিবাড়ি চেকপোস্ট এলাকায় ট্রাকের চাপায় ব্যাটারিচালিত অটোভ্যানের দুই নারী যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। নীলফামারীতে নারী শ্রমিক স্টাফরিপোর্টার নীলফামারী থেকে জানান, রানী বেগম (২০) নামের উত্তরা ইপিজেডের এক নারী শ্রমিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। বৃহস্পতিবার রাতে নীলফামারী-সৈয়দপুর সড়কের কাজিরহাট নামক স্থানে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহত রানী বেগম সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের সিপাইগঞ্জ গ্রামের বেলাল হোসেনের স্ত্রী। প্রত্যক্ষদর্শীরা জানায় উত্তরা ইপিজেডের একটি কারখানায় কাজ শেষে বাড়ি ফেরার পথে কাজিরহাট নামক স্থানে কাঠ বোঝাই ট্রাকের চাপায় গুরুতর আহত হয়। পরে তাকে সৈয়দপুর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে সে মারা যায়। রংপুরে যুবক নিজস্ব সংবাদদাতা রংপুর থেকে জানান, মাহিন্দ্রা-ইজিবাইক সংঘর্ষে রাশেদুল ইসলাম (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার বেলা ১১টার দিকে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের কাউনিয়া পুরাতন পেট্রোল পা¤প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, রংপুর কাউনিয়া মহাসড়কের পুরাতন পেট্রোল পাম্প এলাকায় মাহিন্দ্রা-ইজিবাইক সংঘর্ষে রাশেদুল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি উপজেলার বড়ুয়াহাট ইউনিয়নের পূর্ব চাঁনঘাট গ্রামের আব্দুস সামাদের ছেলে। স্থানীয়রা জানান, শুক্রবার সকালে রাশেদুল বাড়ি থেকে বের হয়ে ইজিবাইকে করে কাউনিয়া যাচ্ছিলেন। এ সময় তিস্তা থেকে সাতমাথাগামী একটি মাহিন্দ্রার সঙ্গে কাউনিয়ার পুরাতন পেট্রোল পাম্প এলাকায় ইজিবাইকটির সংঘর্ষ হয়। এতে ইজিবাইকে থাকা যাত্রী রাশেদুল গুরুতর আহত হন। পরে তাকে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সিদ্ধিরগঞ্জে কলেজছাত্রী স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ থেকে জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ মহানগরীর সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় একটি যাত্রীবাহী বাস একটি লেগুনাকে ধাক্কা দিলে তাসলিমা আক্তার লুভা (২৫) নামে এক কলেজ ছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আরও ১০ যাত্রী আহত হয়। শুক্রবার দুপুর আড়াইটায় সানারপাড় পিডিকে সিএনজি স্টেশন এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত তাসলিমা আক্তার লুভা রাজধানী ঢাকার ইডেন কলেজের ছাত্রী ছিল। নিহত তাসলিমা আক্তার লুভা ঢাকার ডেমরার শুকুরশী এলাকা আব্দুল লতিফের মেয়ে। সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ নাসির উদ্দিন জানান, শুক্রবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সানারপাড় পিডিকে সিএনজি স্টেশন এলাকা দিয়ে একটি কাভ্যার্ডভ্যান ইউটার্ন দিয়ে ঘুরানোর কারণে পেছনে একটি লেগুনা রাস্তায় দাঁড়ায়। এসময় ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ওই লেগুনাকে ধাক্কা দিলে লেগুনাটি ধুমড়ে-মুচড়ে যায়। এতে তাসলিমা আক্তার নামে ওই কলেজ ছাত্রী ঘটনাস্থলে নিহত হয়। এসময় নিগার সুলতানা (২০), রাবেয়া বেগম (৩৫), ইদ্রিস আলী (৪৪), সিমু (২৪) ও সিমু (২১)সহ কমপক্ষে ১০ আহত হয়। আহতদেরকে উদ্ধার করে স্থানীয়রা সিদ্ধিরগঞ্জের সানারপাড় প্রো-এ্যাকটিভ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ভালুকায় শিশুসহ দুই নিজস্ব সংবাদদাতা ভালুকা, ময়মনসিংহ থেকে জানান, ভালুকায় ট্রাক থেকে মাছভর্তি বাক্স নামানোর সময় বাক্সচাপায় এক শ্রমিক ও রাস্তা পারাপারের সময় সিএনজি চালিত অটোরিক্সা চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে ভালুকা বাসস্ট্যান্ড ও বৃহস্পতিবার সন্ধ্যায় ভরাডোবা-ঘাটাইল সড়কে খোলাবাড়ি চৌরাস্তায় ঘটনা দু’টি ঘটে। জানা যায়, শুক্রবার ভোরে ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় ট্রাক থেকে মাছের বাক্স নামানোর সময় পেছন থেকে অপর একটি ট্রাক মছিভর্তি ট্রাককে ধাক্কা দিলে বাক্সচাপায় তমিজ উদ্দিন নামে এক শ্রমিক গুরুতর আহত হন। পরে সহকর্মীরা তাকে ভালুকা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিহত তমিজ উদ্দিন ভালুকা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের জালাল উদ্দিনের ছেলে। তাছাড়া বৃহস্পতিবার সন্ধ্যায় ভরাডোবা-ঘাটাইল সড়কে উপজেলার খোলাবাড়ি চৌরাস্তায় রাস্তা পারাপারের সময় সিএনজি চালিত অটোরিক্সা চাপা দিলে তন্ময় (৬) নামে এক শিশু মারাত্মক আহত হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর সে মারা যায়। নিহত তন্ময় উপজেলার তালুটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হেলাল উদ্দিনের একমাত্র ছেলে।
×