ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ডিমলার ৩ ইউপি নির্বাচন

প্রতীক পেয়েই নির্বাচনী প্রচারে ব্যস্ত প্রার্থীরা

প্রকাশিত: ০৪:২৩, ৬ অক্টোবর ২০১৮

প্রতীক পেয়েই নির্বাচনী প্রচারে ব্যস্ত প্রার্থীরা

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ প্রতীক বরাদ্দের সঙ্গে সঙ্গে শুক্রবার হতে ডিমলা উপজেলার তিন ইউনিয়ন পরিষদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা প্রচারে নেমে পড়েছে। মনোনয়নপত্র দাখিল, যাচাই-বাছাই, মনোনয়নপত্র প্রত্যাহার শেষে তিন ইউনিয়নের চেয়ারম্যান পদে ১২ জন, সাধারণ সদস্য পদে ৯০ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩১ প্রার্থী প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা আগামী ২১ অক্টোবর নির্বাচনের প্রচার শুরু করে। চেয়ারম্যান পদে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির দলীয় প্রার্থী রয়েছে। জানা যায়, খগাখড়িবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন, সাধারণ সদস্য পদে ৩৪ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১ জন, টেপাখড়িবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদে ২ জন, সাধারণ সদস্য পদে ২৮ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৬ জন, গয়াবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন, সাধারণ সদস্য পদে ২৮ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। গয়াবাড়ী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে শরীফ ইবনে ফসয়াল মুন (নৌকা), স্বতন্ত্র প্রার্থী সামচুল হক (আনারস), রুকুনুজ্জামান (মোটরসাইকেল), টেপাখড়িবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান পদে ময়নুল হক (নৌকা), রবিউল ইসলাম শাহীন (আনারস) ও খগাখড়িবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদে জাহাঙ্গীর আলম (নৌকা), আতিকুজ্জামান (ধানের শীষ), জাকারিয়া হোসেন ডিএম (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী হিসেবে রবিউল ইসলাম লিথন (চশমা), সামিউল গনি চন্দন (আনারস), একেএম শামীম (মোটরসাইকেল), রুকুনুজ্জামান জুয়েল (ঘোড়া) রয়েছে।
×