ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বরিশালে বিএনপির সম্ভাব্য প্রার্থী সোবাহান মাঠে

প্রকাশিত: ০৪:২২, ৬ অক্টোবর ২০১৮

 বরিশালে বিএনপির সম্ভাব্য প্রার্থী সোবাহান মাঠে

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ কোন লিফলেট বিতরণ করে নয়; নেতাকর্মী ও সমর্থকদের লিফলেট হয়ে জনগণের কাছে যেতে বলেছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) নির্বাচনী এলাকার বিএনপির সম্ভাব্য প্রার্থী কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আলহাজ আব্দুস সোবাহান। শুক্রবার সকালে দুই উপজেলার দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রের সকল কর্মসূচী সফলভাবে পালন করার পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দেয়ার জন্য সকল নেতাকর্মীদের লিফলেট হয়ে জনগণের কাছে যাওয়ার জন্য তিনি (সোবাহান) নির্দেশ দিয়েছেন। মতবিনিময় সভায় দুই উপজেলার বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় অংশগ্রহণকারী গৌরনদী উপজেলা বিএনপির সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মনজুর হোসেন মিলন জানান, বরিশাল-১ আসনের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা সভার মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির একমাত্র প্রার্থী হিসেবে গৌরনদী উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আলহাজ আব্দুস সোবাহানকে সমর্থন দিয়েছেন। তিনি (সোবাহান) নবম জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনীত প্রার্থী ছিলেন। ওইসময় নিজ দলের এক সুবিধাবাদী নেতার রোষাণলে মিথ্যে মামলায় অভিযুক্ত হয়ে নির্বাচনের মূলপ্রচারের সময় ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহানকে উচ্চ আদালতে ঘুরে বেড়াতে হয়েছে। মাত্র একসপ্তাহ তিনি দুই উপজেলায় প্রচারের সুযোগ পেয়েছিলেন। তাতেই তিনি (সোবাহান) নৌকা মার্কার প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করে ৭৬ হাজার ভোট পেয়েছিলেন। নবম জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়, ওয়ান ইলেভেন থেকে অদ্যবধি মাঠপর্যায়ে প্রতিটি আন্দোলন সংগ্রাম ও দলীয় কর্মসূচীতে নেতাকর্মী এবং সমর্থকদের নিয়ে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান। এজন্য তাকে হামলা ও মামলার স্বীকার হয়ে কারাভোগও করতে হয়েছে। সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা আনোয়ার সাদাত তোতা জানান, দলের ক্লান্তিলগ্নে ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে প্রতিটি আন্দোলন সংগ্রামে মাঠে রয়েছেন। অন্য কেউ রাজপথে কিংবা নেতাকর্মীদের পাশে নেই। তাই দলের দুর্দীনের নেতা হিসেবে বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা আব্দুস সোবাহানকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়ন দেয়ার জন্য কেন্দ্রীয় নেতাদের কাছে জোর দাবি করেছেন। ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহানকে দলের মনোনয়ন দেয়া হলে বরিশাল-১ আসনের বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা জয়ের বিষয়ে শতভাগ আত্মবিশ্বাসী বলেও তিনি উল্লেখ করেন।
×