ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আদমদীঘিতে নৌকার পোস্টার ছেঁড়ার অভিযোগ

প্রকাশিত: ০৪:২২, ৬ অক্টোবর ২০১৮

 আদমদীঘিতে নৌকার পোস্টার ছেঁড়ার  অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, সান্তাহার, ৫ অক্টোবর ॥ বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে আসন্ন একাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী অজয় কুমার সরকারের প্রচার পোস্টার ছিড়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে। জামায়াত-শিবির ও বিএনপির নির্যাতনের শিকার ছাত্রলীগের সাবেক নেতা ও আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সহসম্পাদক অজয় কুমার সরকার আসন্ন একাদশ সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী হিসেবে দীর্ঘদিন ধরে নানাভাবে গণসংযোগ করে আসছেন। ঈদ, পূজা ও নববর্ষসহ নানা দিবসে পোস্টার দিয়ে শুভেচ্ছা জানিয়ে থাকেন দুই উপজেলার বাসিন্দাদের। এরই অংশ হিসেবে তিনি আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এবারও শুভেচ্ছা পোস্টার সাঁটিয়েছেন আসন এলাকার প্রায় সর্বত্র। এতে কে বা কারা তার ওপরে ক্ষিপ্ত হয়ে পোস্টার ছিড়ে ফেলা শুরু করেছে। তিনি জানান, কুচক্রী মহল বৃহস্পতিবার রাতে আদমদীঘি উপজেলা গেট, হাসপাতালের সামনে, সাবরেজিস্ট্রি রোড, কদমা, করজবাড়ি ও নসরতপুর ইউনিয়নের ডুমুড়িগ্রামে লাগানো বিপুলসংখ্যক পোস্টার ছিড়ে ফেলেছে। এ ঘটনায় সাধারণ মানুষের মনে বিরূপ প্রক্রিয়া সৃষ্টি করেছে। তিনি বলেন, কুচক্রী মহল আমার পোস্টার ছিড়ে মুছে ফেললেও জনগণের মন থেকে আমাকে মুছে ফেলতে পারবে না। ঘটনাটি থানা পুলিশকে জানানো হয়েছে বলে জানিয়েছেন অজয় কুমার সরকার। এ বিষয়ে আদমদীঘি থানার নবাগত অফিসার ইনচার্য মোঃ মনিরুল ইসলাম মনির জানান, অজয় সরকারের প্রতিনিধির মাধ্যমে খবরটি জেনেছি। নির্দিষ্টভাবে অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।
×