ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফটিকছড়ি নির্বাচনী মাঠে তারুণ্যের জোয়ার

প্রকাশিত: ০৪:২১, ৬ অক্টোবর ২০১৮

  ফটিকছড়ি নির্বাচনী  মাঠে তারুণ্যের  জোয়ার

নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি, ৫ অক্টোবর ॥ চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে হঠাৎ আলোচনায় এসেছেন মালয়েশিয়া আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রাক্তন সদস্য মরহুম ড. মাহমুদ হাসানের ছেলে শিল্পপতি আখতার উদ্দিন মাহমুদ পারভেজ। ফটিকছড়ির রাজনীতিতে নবাগত হলেও নৌকার মনোনয়ন দৌড়ে বেশ এগিয়ে রয়েছেন পারভেজ। দলীয় কর্মকা-ে সক্রিয় থেকে বৃহত্তর ফটিকছড়ির ভাগ্যোন্নয়নে কাজ করছেন তিনি। সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে পথসভা, মতবিনিময় সভা, উঠান বৈঠক ও জনসংযোগ অব্যাহত রেখেছেন সাবেক ছাত্রলীগ নেতা আখতার পারভেজ। নির্বাচনকে সামনে রেখে নিবাচনীয় এলাকায় গণংযোগের পাশাপাশি তার প্রতিষ্ঠিত ড. মাহমুদ হাসান ফাউন্ডেশনের পক্ষ থেকে বিভিন্ন শিক্ষা, সামাজিক, ধর্মীয় প্রতিষ্ঠানে অকাতরে অনুদান প্রদান করছেন। চট্টগ্রাম জেলা পরিষদের নির্বাচিত সদস্য ছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন তিনি। উপজেলার বাগান বাজার ইউনিয়নের গজারিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে আখতার উদ্দিন মাহমুদ পারভেজ বলেন, আমার বাবা মরহুম ড. মাহমুদ হাসান অবহেলিত গণমানুষের কল্যাণে আমৃত্যু কাজ করেছিলেন। তার স্বপ্ন বাস্তবায়ন করতে এবং শেখ হাসিনার ভিশন পূরণে দিনরাত পরিশ্রম করে যাচ্ছি। তিনি আরও বলেন, স্বাধীনতার নেতৃত্বাধীনকারী দল আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে এ দেশে উন্নয়নের মহোৎসব আরম্ভ হয়েছে। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা, উপবৃত্তি প্রদান, বিনামূল্যে পাঠ্যবই, সড়ক যোগাযোগের অভাবনীয় উন্নয়ন, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ, জঙ্গীবাদ নির্মূল, মানবতাবিরোধীদের সর্বোচ্চ সাজা, বিচার বিভাগের স্বাধীনতা, রোহিঙ্গাদের আশ্রয় ও গণতন্ত্র সুরক্ষাসহ সর্বক্ষেত্রে শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে দারুণ এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।
×