ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শৃঙ্খলা ফেরানো যাচ্ছে না সড়কে

প্রকাশিত: ০৪:১৯, ৬ অক্টোবর ২০১৮

 শৃঙ্খলা ফেরানো যাচ্ছে না সড়কে

সম্প্রতি শেষ হওয়া ‘ট্রাফিক সপ্তাহ’ বা চলমান ‘ট্রাফিক সচেতনতা মাস’ কোন কিছুতেই সড়কে শৃঙ্খলা ফেরানো যাচ্ছে না। আজও নবম দিনের মতো রাজধানীতে চলছে ট্রাফিক সচেতনতা কার্যক্রম। এরপরও নিয়মের আওতায় আনা যাচ্ছে না সাধারণ মানুষকে। সেই তালিকায় আছেন পথচারী থেকে শুরু করে বাস চালক সবাই। একদিকে ফুটওভার ব্রিজ, অন্যদিকে আন্ডারপাস থাকার পরও থামছে না এমন ঝুঁকিপূর্ণ পারাপার। ফার্মগেট ও কারওয়ান বাজারের মাঝের এই অংশটির তারকাঁটার বেড়া খুলে ফেলেছেন পথচারীরা। কিন্তু কেন নিতে হয় এমন জীবনের ঝুঁকি? পথচারীরা বলেন, ‘অনেক দূর ঘুরে আসতে হয় আমাদের। সে কারণে এইদিক ফাঁকা তাই সবাই আসে।’ শুধু কি পথচারী? নাতো। দ্বিচক্রযানের চালকরাও কম যান না। নিজে উল্টো পথে গিয়ে আবার ভুল যুক্তি দিচ্ছেন বারবার। নিজেরা আইন না মানলেও অন্যের আইন ভঙ্গে ক্ষুব্ধ অনেক পথচারী। ঈদের আগে ১০ দিন ধরে চলেছে ট্রাফিক সপ্তাহ, ইতোমধ্যেই চলমান রয়েছে ট্রাফিক সচেতনতা মাসও, কিন্তু পরিস্থিতি অনেকটা আগেরমতোই। পরিস্থিতি অল্প ক’দিনেই যে বদলাবে না তা সবাই জানেন, কিন্তু যাদের কারণে নিরাপদ সড়কের দাবিতে সোচ্চার সবাই; সেই শিক্ষার্থীরা অনেকেই ভাঙ্গছেন আইন। -স্টাফ রিপোর্টার
×