ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মাগুরা পৌর এলাকার তিন ওয়ার্ডে খাবার পানির তীব্র সঙ্কট

প্রকাশিত: ০৪:১৮, ৬ অক্টোবর ২০১৮

মাগুরা পৌর এলাকার তিন ওয়ার্ডে খাবার পানির তীব্র সঙ্কট

স্টাফ রিপোর্টার ॥ মাগুরা পৌর এলাকার ৩, ৪ ও ৯ নম্বর ওয়ার্ডে গত চার মাস ধরে খাবার পানির তীব্র সঙ্কট। সরবরাহ করা হচ্ছে ময়লা, পচা ও দুর্গন্ধযুক্ত পানি। এতে করে স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে এলাকাবাসী। আর পৌর কর্তৃপক্ষ বলছেন সমস্যা সমাধানে চেষ্টা চলছে। মাগুরা পৌর এলাকার নয়টি ওয়ার্ডে এক লাখ ২৫ হাজার মানুষের বসবাস। এর মধ্যে শহরের শান্তিবাগ, ভিটাশাইর, ভায়না, চোপদার পাড়া, হাসপাতাল পাড়া, ম্যাটারনিটি পাড়া, কাউন্সিল পাড়াসহ, পশু হাসপাতাল পাড়া এলাকায় গত চার মাস ধরে কালো, পচা ও দুর্গন্ধযুক্ত ব্যবহার অনুপযোগী পানি সরবরাহ করা হচ্ছে। সরেজমিনে ওই সব এলাকা ঘুরে এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে এমন চিত্র পাওয়া যায়। ম্যাটারনিটি পাড়ার বাসিন্দা মাহমুদা পারভিন বলেন, এ এলাকায় খাবার পানির তীব্র সঙ্কট দেখা দিয়েছে। বিশেষ করে সকাল বেলার পানিতে অতিমাত্রায় দুর্গন্ধ থাকে। অনেক এলাকার বাসাবাড়িতে নলকূপের ব্যবস্থা না থাকায় নিরুপায় হয়ে দূর-দূরান্ত থেকে খাবার ও ব্যবহার পানি সংগ্রহ করতে হচ্ছে। শান্তিবাগ এলাকার বাসিন্দা মর্জিনা বেগম বলেন, বহুতল ভবনের রিজার্ভ ট্যাঙ্কে নোংরা পানি প্রবেশ করায় অনেকেই এখন বিপাকে। নিয়মিত নোংরা পানি সরবরাহ হওয়ায় এ এলাকার বাসিন্দারা চরম স্বাস্থ্য ঝুঁকির মধ্যে রয়েছে। পৌর কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানালেও কার্যকরী কোন পদক্ষেপ এখন পর্যন্ত গ্রহণ না করায় এলাকাবাসী হতাশ। অথচ এলাকাবাসী নিয়মিত পানির বিল পরিশোধ করে যাচ্ছে।
×