ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ছোট কাগজ ॥ আমার রাত পোহালো শারদ প্রাতে

প্রকাশিত: ০৭:৩৯, ৫ অক্টোবর ২০১৮

ছোট কাগজ ॥ আমার রাত পোহালো শারদ প্রাতে

একটি ছোটকাগজ তার স্বকীয়তা বজায় রেখে তরুণদের জানান দেয়, আমরা আছি, আমরা করতে চাই, আমরা কিছু জানান দিতে চাই। প্রচল ঘুণে ধরা সমাজের বিরুদ্ধে চিৎকার করে জানান দিতে চায় ছোটকাগজগুলো। এমনই একটি ছোটকাগজ ‘এবং মানুষ’ নবীন-প্রবীণের সেতুবন্ধন রচনা করতে সক্ষম হয়েছে। চতুর্থ বছরে এসেও বিষয়ভিত্তিক সংখ্যায় এবার শরত নিয়ে একটি চমৎকার সংখ্যা পাঠকদের হাতে তুলে দিয়েছে। শুধু তাই নয়, পত্রিকাটির সম্পাদক কবি আনোয়ার কামাল এ সংখ্যার পাঠন্মোচন উপলক্ষে শরত আড্ডা নামে ঢাকার কাঁটাবন মোড়ে কবিতাক্যাফেতে একটি শরত আড্ডার আয়োজন করে। এতে নবীন-প্রবীণের উপস্থিতিতে শরতের একটি চমৎকার বিকেল কেটেছে। অনুষ্ঠানে উপস্থিত থেকে আনন্দিত হয়েছি, প্রাণিত হয়েছি। নজরকাড়া কাশফুলের প্রচ্ছদে এ সংখ্যায় মুক্তচিন্তা বিভাগে লিখেছেন, সিরাজুল ইসলাম চৌধুরী, সালেহা চৌধুরী, আনু মুহাম্মদ, শহীদ ইকবাল, বীরেন মুখার্জী, অভিনু কিবরিয়া ইসলাম, অমøান দত্ত অভি। সমাজতন্ত্রের পুরোধা স্বপ্নদ্রষ্টা কার্ল মার্কসের দু’শ’ বছর জন্মবার্ষিকী উপলক্ষে মুক্তচিন্তা বিভাগের বেশিরভাগ লেখা তাকে নিয়ে। কার্ল মার্কসকে শ্রদ্ধা জানিয়ে লেখাগুলো আজকের প্রজন্মের জন্য অত্যন্ত সুখপাঠ্য বলে বিবেচিত হবে। এ সংখ্যায় লেখালেখির টিপস নিয়ে সালেহা চৌধুরীর লেখাটা লিখিয়ে বন্ধুদের অনেক কাজে লাগবে। শরত আমাদের জীবনে নানাভাবে দোলা দেয়। তাই শরত সংখ্যায় শরত নিয়ে দীর্ঘ দুটি তথ্যবহুল চমদপ্রদ প্রবন্ধ লিখেছেন, ফরিদ আহমদ দুলাল ও বিলু কবীর। শরতের নানা দিক তুলে ধরা লেখাগুলো পাঠ করলে মনে হবে আপনি শরতের কাশবনের ভেতর দিয়ে বিকেলের উজ্জ্বলতায় উদ্ভাসিত হলেন। পাঠককে অপার আনন্দ দেবে প্রবন্ধ দুটি। শরত পদাবলি, শরতের কবিতায় ফুটে উঠেছে যেন কাশফুলের নরম বিছানা। নবীন-প্রবীণের শরত নিয়ে লেখা কবিতাগুলো পাঠককে মুগ্ধ করবে। শরত সংখ্যায় কবিতা লিখেছেন, জীবনানন্দ দাশ, বাদল মেহেদী, হাসান হাফিজ, সরকার মাহবুব, মনজু রহমান, গোলাম কিবরিয়া পিনু, শাহিন রেজা, রেজাউদ্দিন স্টালিন, আলোময় বিশ্বাস, আমিনুল ইসলাম, মতিন রায়হান, কাজল চক্রবর্তী, সালাম সালেহ উদ্দীন, মধুমঙ্গল বিশ্বাস, অলোক বিশ্বাস, হাসনাত আমজাদ, হাসান ওয়াহিদ, আমিরুল বাসার, বাবুল আশরাফ, জাফর সাদেক, ড. শাহনাজ পারভীন, সালাম তাসির, আশরাফুর রহমান খান, ভোলা দেবনাথ, আনোয়ার রশীদ সাগর, মামুন মুস্তাফা, হাই হাফিজ, সোহেল মল্লিক, শফিক আজিজ, আল মাকসুদ, সামলা বেগ, আমিনুল ইসলাম সেলিম, অনিরুদ্ধ বুলবুল, মুহম্মদ আশরাফুল ইসলাম, শরীফ সাথী, জলিল আহমেদ, ফারুক আফিনদী, ডা. মৃণাল কান্তি ঢালী, ইলিয়াস বাবর, ড. জুবাইদা নাসরীন আখতার, রহিমা আক্তার মৌ, শারমিন সুলতানা রীনা, দিপংকর দাস, টিপু সুলতান, শাহীন ভূঁঞা, সোহেল বীর, আবু আফজাল মোহা. সালেহ, আবেদীন জনী, সরোয়ার কামাল, তাহমিনা শিল্পী, শাহনেওয়াজ আলম মিঠু, সৌরভ দুর্জয়, কর্মকার অনুপ কুমার, সুব্রত দাস আপন, মাইদুল সরকার ও সাইয়্যিদ মঞ্জু। এ সংখ্যায় উল্লেখযোগ্য সংখ্যক গল্পকারের গল্প প্রকাশিত হয়েছে। গল্প লিখেছেন, নাসরীন নঈম, দিলওয়ার হাসান, মিলু শামস, মুহাম্মদ মহিউদ্দিন, আনিফ রুবেদ, ইসলাম তরিক, রুপা মাহমুদ, শাখাওয়াত আহমেদ। ঝর্ণা রহমানের গল্পকাব্য পত্রিকাটিতে কবিতায় ভিন্নমাত্রা যুক্ত করেছে। দীর্ঘ এ কবিতাটি পাঠ করে পাঠক অন্য এক ধরনের আস্বাদন অনুভব করেবেন। এ সংখ্যায় অনূদিত বিদেশী গল্প বিভাগে কথাশিল্পী মোজাফ্ফর হোসেন জেমস থার্বার এর ‘ফেবল’ : খরগোশ, যারা সকল সমস্যার কারণ ছিল’ গল্পের বাঙলায়ন করেছেন। গল্পটি পাঠ করলে আমাদের দেশে অতি সাম্প্রতিককালে ঘটে যাওয়া একটি ঘটনায় যেন হৃদয় ছুঁয়ে যায়। অনুবাদক তার গল্পের শুরুতেই বলেছেন, ‘এই গল্পের সঙ্গে ক্রসফায়ারের কোনই সম্পর্ক নেই। যারা আমার মতো অডিওটা নিতে পারছেন না, তারা এই গল্প পড়ে ‘আনন্দ’ পেতে পারেন।’ সত্যিই গল্পটি পাঠান্তে সেই মর্মান্তিক ঘটনারই অনুরণন প্রতিফলিত হয়েছে। অনূদিত বিদেশী কবিতায় আবিদ আনোয়ার স্যাম ওয়াল্টার ফস এর ‘দ্য কাফ পাথ’ কবিতাটি গো-শাবকের পথ ধরে বাঙলায়ন করেছেন। আর রবার্ট ফ্রস্টের দুটি কবিতা বাঙলায়ন করেছেন, উদয় শংকর দুর্জয়। অনূদিত দুটি লেখাই সুখপাঠ্য হয়েছে। পাঠক তার মতো করে জানতে পারবেন এই দুই কবিকে। ছোটগল্পের পাশাপাশি অনুগল্প এখন বেশ জনপ্রিয়তা পেয়েছে। এবং মানুষ তার প্রতি সংখ্যাতেই অণুগল্প ছেপে থাকে। এ সংখ্যাতেও তিনটি অণুগল্প রয়েছে। প্রথমটি লিখেছেন সম্পাদক আনোয়ার কামাল ‘অভিমানী বিকেল’ নামে। বেশ আবেদনময়ী অণুগল্পটি পাঠকের হৃদয় ছুঁয়ে যায়। অপর দুটি লিখেছেন মোহাম্মদ আন্ওয়ারুল কবীর ‘প্রমিথিউসের মশাল’ ও ‘আত্মাসহ দেহটি’ নামের দুটি অণুগল্প। এদুটি অণুগল্পও পাঠককে অনেক আনন্দ দেবে বলে আমার বিশ্বাস। মুখোমুখি আলাপচারিতা : সাক্ষাতকারভিত্তিক এ বিভাগে প্রতিশ্রুতিশীল গল্পকার আহমদ মোস্তফা কামালের দীর্ঘ সাক্ষাতকার নিয়েছেন আরেক তরুণ গল্পকার অলাত এহ্সান। পাঠক এ আলাপচারিতা থেকে লেখকের লেখালেখি জীবনসহ তার ভাবনার বিষয়গুলো জানার সুযোগ পাবেন। পরিশেষে বলা যায় ‘এবং মানুষ’ শরত সংখ্যাটি সম্পাদক আনোয়ার কামাল পরিপূর্ণ শরতের একটি অবয়ব দিয়ে পাঠকের হাতে তুলে দিতে পেরেছেন। এ জন্য তিনি ধন্যবাদ পেতেই পারেন। পত্রিকাটির দীর্ঘ পথচলা ও পাঠকপ্রিয়তা প্রত্যাশা করছি। হাসান ওয়াহিদ
×