ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নতুন গবেষণা

প্রকাশিত: ০৭:৩১, ৫ অক্টোবর ২০১৮

নতুন গবেষণা

সাগরতলেও চলবে ড্রোন আকাশে ওড়ার পাশাপাশি সাগরতলে পানির নিচেও ডুব দিতে পারে। ফোরকে প্রযুক্তির ক্যামেরা থাকায় পথচলার সময় আশপাশের ছবি ও ভিডিও করতে পারে ড্রোনটি। সর্বোচ্চ এক কিলোমিটার দূর থেকে নিয়ন্ত্রণের সুযোগ থাকায় দূরে বসেই উদ্ধারকাজে ব্যবহার করা যায়। যুক্তরাষ্ট্রের প্রকৌশলীদের তৈরি ড্রোনটির দাম পড়বে ৭৬৫ ডলার। স্পেস এগস রাত যতই গভীর হোক না কেন হোটেলের অতিথিদের চাহিদামতো খাবার বা লন্ড্রির কাপড় পৌঁছে দেবে ‘স্পেস এগস’। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি থাকায় অতিথিদের নির্দেশ অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারে রোবটটি। এমনকি অতিথিদের কণ্ঠস্বরও মনে রাখতে পারে। চীনের ই-কমার্স জায়ান্ট আলিবাবার তৈরি রোবটটি আগামী মাস থেকেই বিভিন্ন হোটেলে কাজ শুরু করবে। সূত্র : সায়েন্স ডেইলি
×