ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শারদীয় উৎসবের রঙে

প্রকাশিত: ০৭:২৯, ৫ অক্টোবর ২০১৮

শারদীয় উৎসবের রঙে

ঋতু বৈচিত্র্যের দেশ আমাদের বাংলাদেশ। ঋতুর এ পালা বদলে প্রকৃতিতে বইছে শরতের হাওয়া। সাদা শুভ্র মেঘের উড়ে বেড়ানো এবং স্নিগ্ধ বাতাস মনকে মাতাল করে তোলে। চমৎকার এ আবহাওয়ায় চারদিকে বিরাজ করে উৎসবের আমেজ। এ উৎসবের আমেজকে আরও বেশি রঙিন করে তুলতে দরজায় কড়া নাড়ছে শারদীয় দুর্গোৎসব। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। জাতিগতভাবে বাঙালীর আলাদা একটা পরিচয় রয়েছে। যে কারণে হিন্দু ধর্মাবলম্বীদের উৎসব হলেও সর্বস্তরের মানুষের অংশগ্রহণ থাকে এতে। জাতি ধর্ম নির্বিশেষে এক হয়ে যেতে পারা বাঙালী জাতির অন্যতম বৈশিষ্ট্য। এ উৎসবকে কেন্দ্র করে চারদিকে সাজ সাজ রব বিরাজ করছে। পূজা ম-প থেকে শুরু করে সব জায়গায়তেই চলছে উৎসবের প্রস্তুতি। বসে নেই ফ্যাশন হাউজগুলো। পূজার পোশাক তৈরিতে ব্যস্ত সময় পার করছে। অন্য বারের তুলনায় এবারের প্রস্তুতি আরও ব্যাপক। চাহিদার রেশটাও বেশ। এ প্রসঙ্গে ডিজাইনার রাতুল হাসান জানান গত বারের চেয়েও এবারের প্রস্তুতি একটু বেশি। আর হওয়াটাই স্বাভাবিক। কারণ মানুষ দিন দিন ফ্যাশন সচেতন হয়ে উঠছে। তারই প্রভাব পড়ছে ফ্যাশন ট্রেন্ডে। যে কারণে প্রস্তুতি বেশ আগে থেকেই নিতে হয়। ডিজাইনে খুব বেশি ভেরিয়েশন না থাকলেও কালার কম্বিনেশন চোখে পড়ার মতো। তা ছাড়া ডিজাইনে একটু গর্জিয়াস ভাবও ফুটিয়ে তোলা হয়েছে। অন্য বারের তুলনায় এবার প্রোডাক্ট আইটেম বেশি। যেমন অন্য বারে পূজার পোশাক শাড়ি পাঞ্জাবিতেই সীমাবদ্ধ ছিল। কিন্তু এবারের পরিধি ব্যাপক। শাড়ি, পাঞ্জাবি ছাড়াও এবারের পূজার ফ্যাশন ট্রেন্ডে শর্ট পাঞ্জাবি, ফতুয়া, টিশার্ট এবং কুর্তাতে পূজার আবহ ফুটিয়ে তোলা হয়েছে। পূজা উপলক্ষে একেকটি ফ্যাশন হাউজ সেজেছে নিজ নিজ রঙে। নি¤েœ তারই কিছু তুলে ধরা হলো। কে ক্র্যাফট : পূজা উপলক্ষে এক্সক্লুসিভ শাড়ি, পাঞ্জাবি এবং ধুতির সমন্বয় ঘটিয়েছে কে ক্র্যাফট। সেই সঙ্গে পূজার অন্যান্য উপসঙ্গ যেমন শাখা সিদুরের পসরাও রয়েছে। কটন, এন্ডি কটন এবং দুপিয়ান কাপড়ের সমন্বয়ে তৈরি হয়েছে এবারের পূজার পোশাক। দামও হাতের নাগালে। ছেলে এবং মেয়েদের ফতুয়া পাওয়া যাবে ৪৫০ টাকা থেকে ১২৫০ টাকা। শাড়ি ১৫০০ টাকা থেকে ৫৮০০ টাকা। পাঞ্জাবি ১০০০ টাকা থেকে ৪০০০ টাকা। অঞ্জন’স : উৎসবের রঙে অঞ্জন’স বরাবরই এগিয়ে। এবারেও পূজা উপলক্ষে ক্রেতাদের চাহিদা মতো প্রোডাক্ট নিয়ে এসেছে তারা। আবহাওয়ার সঙ্গে সঙ্গতি রেখেই কাপড় নির্বাচন করা হয়েছে। শাড়ির মূল্য পড়বে ১০৫০ টাকা থেকে ৬০০০ টাকা। পাঞ্জাবি ১২৫০ টাকা থেকে ৩৮০০ টাকা। শেরওয়ানি ৫০০০ টাকা থেকে ১২০০০ টাকা পর্যন্ত রয়েছে। নিত্য উপহার : গতানুগতিক ধারার বাইরে ভিন্ন ধর্মী ডিজাইন করার চেষ্টা করে নিত্য উপহার। এবারের বিশেষ আকর্ষণ বাটিকের ধুতি। যার মূল্য পড়বে ৬৫০ টাকা থেকে ১২০০ টাকা। তা ছাড়াও ডিজাইন এবং কাপড় ভেদে বিভিন্ন দামের ধুতি রয়েছে। এবার দেশী দশ, সাত আনা, আড়ং, বুনন, সাদা কালো পূজায় সেজে উঠেছে আপন মহিমায়। ওয়েস্টার্ন ধর্মী ফ্যাশন হাউজ রেক্স তাদের ট্রেডিশন থেকেও বেরিয়ে এসেছে এই পূজায়। তারাও এবারের পূজার ধুতি পাঞ্জাবি নিয়ে ক্রেতাদের সামনে হাজির হয়েছে। পূজায় জামা কাপড় ছাড়াও অন্যান্য প্রোডাক্টের কদরও কম নয়। বিশেষ করে গহনার আলাদা একটা চাহিদা থাকে। গলার চেন, সীতা হার, আংটি, বালা, চুড়ি ইত্যাদি।
×