ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঢাকার জয় জয়কার

প্রকাশিত: ০৭:০৪, ৫ অক্টোবর ২০১৮

ঢাকার জয় জয়কার

স্পোর্টস রিপোর্টার ॥ জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) প্রথম রাউন্ড শেষ হয়েছে বৃহস্পতিবার। ঢাকার জয় জয়কার হয়েছে। ঢাকা বিভাগ ও ঢাকা মেট্রো জিতেছে। চট্টগ্রামকে ২১৪ রানে ঢাকা বিভাগ ও সিলেটকে ৪১ রানে ঢাকা মেট্রো হারিয়েছে। রংপুর-বরিশালের ম্যাচ ও খুলনা-রাজশাহী ম্যাচ ড্র হয়েছে। ঢাকা বিভাগ প্রথম ইনিংসে ২৩৮ রান করার পর চট্টগ্রাম বিভাগ প্রথম ইনিংসে ১৪২ রানেই গুটিয়ে যায়। এরপর ঢাকা ১ উইকেটে ৩৮৫ রান করে ইনিংস ঘোষণা করে। চট্টগ্রামের সামনে জিততে ৪৮২ রানের টার্গেট দাঁড় হয়। জবাবে ২৬৭ রানের বেশি করতে পারেনি চট্টগ্রাম। নাজমুল ইসলাম অপু একাই ৫ উইকেট শিকার করেন। শাহাদাত হোসেন রাজিব নেন ৪ উইকেট। ডাবল সেঞ্চুরিয়ান ঢাকার রনি তালুকদার ম্যাচসেরা হন। ঢাকা মেট্রো যে প্রথম ইনিংসে ৪২৬ রান করে, দুই ইনিংস মিলিয়ে সিলেট সেই রান করতে পারেনি। প্রথম ইনিংসে ২১৫ রান করার পর ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে ৫ উইকেট নেয়া আসিফ হোসেনের দুর্দান্ত বোলিংয়ে ১৭০ রান করে সিলেট। হার হয়। ঢাকা মেট্রোর সেঞ্চুরিয়ান সাদমান ইসলাম ম্যাচসেরা হন। রংপুর ও বরিশালের মধ্যকার ম্যাচটি ড্র’র দিকে যে এগিয়ে যাচ্ছে তা তৃতীয়দিনেই বোঝা গেছে। তাই হয়েছে। আগে ব্যাট করে প্রথম ইনিংসে ৫০২ রান করে রংপুর। জবাব দিতে নেমে প্রথম ইনিংসে ৪৫৮ রান করে বরিশাল। দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে ২ উইকেট হারিয়ে ১৬৪ রান করে রংপুর। দিনও শেষ হয়। ম্যাচও হয় ড্র। ডাবল সেঞ্চুরিয়ান আরিফুল হক ম্যাচসেরা হন। খুলনা ও রাজশাহীর মধ্যকার ম্যাচটিও ড্র হয়। আগে ব্যাট করে প্রথম ইনিংসে খুলনা ২১০ রানের বেশি করতে পারেনি। জবাবে রাজশাহী ৫৫২ রান করে। এরপর দ্বিতীয় ইনিংসে খুলনা ৭ উইকেট হারিয়ে ৪৬৭ রান করে। সৌম্য সরকারও অপরাজিত ১০৩ রান করেন। ম্যাচসেরা তুষার ইমরান তৃতীয়দিনে ১০০ রানে অপরাজিত ছিলেন। শেষ পর্যন্ত ১৫৯ রান করেন দুই ইনিংসেই সেঞ্চুরি করা এ ব্যাটসম্যান।
×