ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

কোয়ার্টার ফাইনালে ওজনিয়াকি-ওসাকা

প্রকাশিত: ০৭:০৩, ৫ অক্টোবর ২০১৮

কোয়ার্টার ফাইনালে ওজনিয়াকি-ওসাকা

স্পোর্টস রিপোর্টার ॥ চায়না ওপেনের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন ক্যারোলিন ওজনিয়াকি, ক্যাটেরিনা সিনিয়াকোভা এবং ওয়াং কিয়াং। শেষ ষোলোতে বৃহস্পতিবার বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান খেলোয়াড় ক্যারোলিন ওজনিয়াকি ৭-৫ এবং ৬-৪ গেমে পরাজিত করেন এনেট কন্টাভেইটকে। ক্যাটেরিনা সিনিয়াকোভা এদিন ৬-৪ এবং ৬-৩ গেমে হারান কিকি বার্টেন্সকে। জাপানের নাওমি ওসাকা ৬-১ এবং ৬-২ গেমে পরাজিত করেন জুলিয়া জর্জেসকে। তবে শেষ ষোলোর লড়াইয়ে বড় চমকটা উপহার দিয়েছেন ওয়াং কিয়াং। এদিন তিনি ৬-৪ এবং ৬-৪ গেমে সরাসরি সেটে পরাজিত করেন চেকপ্রজাতন্ত্রের ক্যারোলিনা পিসকোভাকে। চলতি বছরেই ক্যারিয়ারের প্রথম কোন গ্র্যান্ডস্লাম জয়ের স্বাদ পান ক্যারোলিন ওজনিয়াকি। ফাইনালে রোমানিয়ার সিমোনা হ্যালেপকে পরাজিত করে অস্ট্রেলিয়ান ওপেনের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন তিনি। মাঝের সময়টা খারাপ গেলেও চায়না ওপেনে আবার জ্বলে ওঠেন ডেনমার্কের এই তারকা খেলোয়াড়। তবে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে তার সামনে এখন বড় বাধা ক্যাটেরিনা সিনিয়াকোভা। স্লোভাকিয়ার ডোমিনিকা সিবুলকোভা মুখোমুখি হবেন এ্যানাস্তাসিয়া সেভাস্তোভার। আরেক ম্যাচে জাপানের নাওমি ওসাকা খেলবেন ঝ্যাং শুয়াইয়ের বিপক্ষে। এই টুর্নামেন্টে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষ সারির সব তারকারাই খেলছেন। কিন্তু সেরেনাভক্তদের জন্য দুঃসংবাদ। বেজিংয়ের এই টুর্নামেন্টে খেলতে পারছেন না ২৩ গ্র্যান্ডস্লামের মালিক। শুধু তাই নয়, ২০১৮ মৌসুমে আর কোন টুর্নামেন্টেই খেলতে দেখা যাবে না আমেরিকান টেনিসের এই জীবন্ত কিংবদন্তি সেরেনা উইলিয়ামসকে। গত বছরের সেপ্টেম্বরে প্রথম কন্যা সন্তানের জন্ম দেন সেরেনা উইলিয়ামস।
×