ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

৪০তম বিসিএস ২০১৮

আবেদনপত্র জমাদান চলছে ॥ হেল্প লাইনে যোগাযোগ করা যাবে

প্রকাশিত: ০৬:৪৯, ৫ অক্টোবর ২০১৮

আবেদনপত্র জমাদান চলছে ॥ হেল্প লাইনে যোগাযোগ করা যাবে

৪০তম বিসিএস পরীক্ষা-২০১৮ এর আবেদনপত্র (ইচঝঈ ঋড়ৎস-১) গত ৩০ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে ড়হষরহব –এ জমাদান শুরু হয়েছে। আবেদনপত্র জমাদানকালে ফরম পূরণের ক্ষেত্রে প্রার্থীদের কারিগরি বিষয়ে পরামর্শ/সহায়তা প্রদানের লক্ষ্যে সরকারী কর্মকমিশন কর্তৃক একটি যবষঢ় ষরহব খোলা হয়েছে। উক্ত যবষঢ় ষরহব-এ টেলিটক বাংলাদেশ লিঃ নির্ধারিত নি¤েœাক্ত ৪টি মোবাইল নম্বরে যোগাযোগ করতে প্রার্থীদের অনুরোধ করা হলো : ০১৫৫৫৫৫৫১৪৯, ০১৫৫৫৫৫৫১৫০, ০১৫৫৫৫৫৫১৫১ ও ০১৫৫৫৫৫৫১৫২। উল্লেখ্য, আবেদনপত্র জমাদানের শেষ তারিখ আগামী ১৫ নবেম্বর বিকেল ৫টা পর্যন্ত প্রতি কর্মদিবসে সকাল ১০টা থেকে দুপুর ১টা এবং দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত যোগাযোগ করা যাবে। -বিজ্ঞপ্তি
×