ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আজ এমবিবিএস ভর্তি পরীক্ষা

প্রকাশিত: ০৬:৪৯, ৫ অক্টোবর ২০১৮

আজ এমবিবিএস ভর্তি পরীক্ষা

স্টাফ রিপোর্টার ॥ আজ শুক্রবার সারাদেশে একযোগে এমবিবিএস কোর্সের প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রশ্নপত্র ফাঁসসহ নানা কারণে সারাদেশে পরীক্ষা কেন্দ্রসহ আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঢাকার ৯টি কেন্দ্রসহ আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদারের পাশাপাশি যানবাহন চলাচলের ওপর বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। বৃহস্পতিবার ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সের প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা ঢাকার ৯টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে। তাতে অংশ নিচ্ছে ৩৪ হাজার ৭৪০ পরীক্ষার্থী। পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন, লেকচার থিয়েটার ভবন, বিজনেস স্টাডিজ ভবন ও সামাজিত বিজ্ঞান অনুষদ, ঢাকা কলেজ ও গবর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, ইডেন মহিলা কলেজ, তেজগাঁও কলেজ, মতিঝিল আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজ। শরীক্ষা শুরুর আগে পরীক্ষা কেন্দ্রে ও তার আশেপাশের রাস্তাসমূহে পরীক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন ধরনের যানবাহনের ভিড় এড়াতে নির্ধারিত জায়গায় যানবাহন পার্কিং করতে বলা হয়েছে। পার্কিং স্থান ॥ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক পরীক্ষা কেন্দ্রসমূহে আগত সম্মানিত অভিভাবক ও পরীক্ষার্থীদের গাড়িসমূহ মল চত্বর ও জগন্নাথ হল থেকে পলাশী পর্যন্ত পশ্চিম প্রান্তে একদিকে পার্কিং করা যাবে। * ইডেন মহিলা কলেজ কেন্দ্রিক পরীক্ষা কেন্দ্রসমূহে আগত সম্মানিত পরীক্ষার্থীদের গাড়িসমূহ নীলক্ষেত হতে পলাশী ক্রসিং পর্যন্ত পূর্বদিকে এক লেনে পার্কিং করা যাবে। * ঢাকা কলেজ ও গবর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল কেন্দ্রিক পরীক্ষা কেন্দ্রসমূহে আগত সম্মানিত অভিভাবক ও পরীক্ষার্থীদের গাড়িসমূহ পুরাতন এ্যালিফেন্ট রোড হয়ে গাউছিয়া পর্যন্ত পার্কিং করা যাবে। * তেজগাঁও কলেজে সোনারগাঁও এর দিক থেকে আগত সম্মানিত অভিভাবক ও পরীক্ষার্থীরা ইন্দিরা রোডে নেমে ব্যক্তিগত গাড়ি মানিক মিয়া এভিনিউতে পার্কিং করবেন। মানিক মিয়া এভিনিউ ও এ্যারোপ্লেন ক্রসিং দিয়ে আগত পরীক্ষার্থীরা কেআইবি এর সামনে নেমে উদ্যান পার হয়ে তেজগাঁও কলেজে যাবেন। তাদের ব্যক্তিগত গাড়ি ফার্মগেট, বিজয় সরণি, খেজুরবাগান হয়ে মানিক মিয়া এভিনিউ এসে পার্ক করবেন। * মতিঝিল আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজে আগত পরীক্ষার্থীদের সুবিধার্থে উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সামনের রাস্তা যানবাহন চলাচলের জন্য বন্ধ থাকবে। ব্যক্তিগত গাড়িসমূহ পীরজঙ্গী ক্রসিং ও কমিশনার গলি ক্রসিং এ ছাত্র-ছাত্রীদের নামিয়ে দিয়ে পার্শ্ববর্তী নির্দিষ্ট এলাকায় পার্কিং করবে।
×