ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চট্টগ্রাম বন্দরে কন্টেনার হ্যান্ডলিংয়ে তিন গ্যান্ট্রি ক্রেন, আজ খালাস

প্রকাশিত: ০৬:৪৮, ৫ অক্টোবর ২০১৮

চট্টগ্রাম বন্দরে কন্টেনার হ্যান্ডলিংয়ে তিন গ্যান্ট্রি ক্রেন, আজ খালাস

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম বন্দরে কন্টেনার হ্যান্ডলিং শুরু করেছে নতুন আনা ৩টি কী-গ্যান্ট্রি ক্রেন। বুধবার রাতে বন্দরের নিউমুরিং কন্টেনার টার্মিনালে (এনসিটি) একটি বিদেশী জাহাজ থেকে কন্টেনার নামানোর মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হয়। এর ফলে বন্দরে কন্টেনার হ্যান্ডলিং ক্ষমতা আরও বৃদ্ধি পেল। এদিকে, বৃহস্পতিবার বন্দরে এসে পৌঁছেছে আরও ৩টি গ্যান্ট্রি ক্রেন। আজ শুক্রবার সকালে এগুলোর খালাস হবে। বন্দর সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ৯টার দিকে চালু করা হয় এনসিটিতে স্থাপন করা নতুন কী-গ্যান্ট্রি ক্রেন। বন্দরে ভেড়া গিয়ারলেস জাহাজ এমভি কোটা হালুস নামের জাহাজ থেকে নতুন ক্রেনে নামানো হয় ২০ ফুট দৈর্ঘ্যরে একটি কন্টেনার। এ জাহাজ থেকে ১৩২টি কন্টেনার নামানোর পর জাহাজটি মংলা বন্দরের উদ্দেশে ছেড়ে যাবে। এদিকে, বৃহস্পতিবার এসে পৌঁছে গেছে আরও ৩টি গ্যান্ট্রি ক্রেন। এমভি শিন জিন চ্যাং হাই ইয়ং জাহাজযোগে এ ক্রেনগুলো বন্দরে এসেছে। সতর্কতার সঙ্গে শুক্রবার সকালে এগুলোর খালাস হবে বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষের প্রকৌশল বিভাগের কর্মকর্তারা। এগুলোও স্থাপন করা হবে এনসিটিতে।
×