ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাজার খোলার আশ্বাস বাস্তবে রূপ নেয়নি

আমিরাতে বাংলাদেশের কর্মী নিয়োগে অনিশ্চয়তা

প্রকাশিত: ০৬:৪৭, ৫ অক্টোবর ২০১৮

আমিরাতে বাংলাদেশের কর্মী নিয়োগে অনিশ্চয়তা

ফিরোজ মান্না ॥ সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের বিষয়ে দুই দেশের মধ্যে গঠিত ‘জয়েন্ট ওয়ার্কিং কমিটির’ বৈঠক গত ১১ মাসেও অনুষ্ঠিত হয়নি। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে দেশটির কর্তৃপক্ষের কাছে কয়েক দফা বৈঠকের জন্য চিঠি দেয়া হয়েছে। কিন্তু ওই সব চিঠির কোন জবাবও দেশটির কর্তৃপক্ষ দেয়নি। ফলে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের কর্মী নিয়োগ অনিশ্চয়তার মধ্যে পড়েছে। মন্ত্রণালয় বলছে, দীর্ঘদিন বন্ধ থাকার পর গত বছর বাজারটি খুলে দেয়ার আশ্বাস দেয়া হয়। কিন্তু সেই আশ্বাসটি এখনও বাস্তবে রূপ নেয়নি। কবে নাগাদ সংযুক্ত আরব আমিরাতে কর্মী নিয়োগ হবে তা বলা মুশকিল। গত বছরের মাঝামাঝি সময়ে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি সংযুক্ত আরব আমিরাত সফরের পর দেশটিতে শ্রমবাজার খুলে যাওয়ার সম্ভাবনা দেখা দেয়। কিন্তু দুই দফা তারিখ পরিবর্তনের পর ঢাকায় বৈঠকের স্থান নির্ধারণ করা হয়েছিল। ওই বৈঠক গত ৫ মাসেও অনুষ্ঠিত হয়নি। এ বিষয়ে মন্ত্রণালয়ের কোন কর্মকর্তা কিছুই বলতে পারেননি। তবে দুই দেশের মধ্যে কর্মী নিয়োগের বিষয়ে দুই দিন আগে পরে হোক বৈঠক হবে বলে জানিয়েছেন। এদিকে এক বছরের বেশি সময় কেটে গেলেও শ্রমবাজারে ইতিবাচক কোন সাড়া মিলছে না। আবার বাংলাদেশী কর্মীদের আকামা (চাকরি) পরিবর্তনের সুযোগও দেয়া হয়নি। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সূত্র জানিয়েছে, বৈঠকে বাংলাদেশ থেকে অধিক সংখ্যক কর্মী নেয়া ও কর্মীদের সুযোগ সুবিধা বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। দেশটির মানবসম্পদ মন্ত্রণালয় থেকে সরকারের কাছে বাংলাদেশী কর্মীর চাহিদাপত্র পাঠানোর কথা বলা হয়েছিল। এই চাহিদার অনুকূলে কত সংখ্যক কর্মী তারা নেবে সে বিষয়টি ওয়ার্কিং কমিটির মিটিংয়ে ঠিক হবে। দুই দেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে বিষয়টি নিয়ে বৈঠক হওয়ার পরেই বলা যাবে কতসংখ্যক কর্মী সংযুক্ত আরব আমিরাত যাচ্ছেন। এর আগে বলা মুশকিল তারা বাংলাদেশ থেকে কত সংখ্যক কর্মী নিয়োগ করবে। সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশী কর্মীদের আকামা পরিবর্তনের সুযোগ দেয়ার ঘোষণা দেয়। বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত অভিবাসন ব্যবস্থাপনা উন্নয়নে একযোগে কাজও করার কথা হয়। কিন্তু কোন আলোচনাই বাস্তবে রূপ পাচ্ছে না। দক্ষ কর্মী নেয়ার জন্য সংযুক্ত আরব আমিরাতের ঘোষণা এখন শুধু ঘোষণার মধেইে রয়ে গেছে। দেশটির কর্তৃপক্ষ কর্মী নিয়োগের বিষয়ে এখন আর কোন কথাই বলছে না। সরকারের শেষ সময়ে এসে এমন এক পরিস্থিতির মধ্যে পড়তে হবে তা প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান কোন কর্মকর্তাই উত্তর খুঁজে পাচ্ছেন না।
×