ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

দুই মাদক বিক্রেতার যাবজ্জীবন

প্রকাশিত: ০৬:৪২, ৫ অক্টোবর ২০১৮

দুই মাদক বিক্রেতার যাবজ্জীবন

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ৪ অক্টোবর ॥ মাদক মামলায় গোলাম মোস্তফা ও হারুন অর রশিদ নামে দুইজনকে যাবজ্জীবন দিয়েছে আদালত। ঝিনাইদহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ গোলাম আযম বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন। এছাড়া আদালত তাদের ১০ হাজার টাকা করে জরিমানা করে। জরিমানা না দিলে তাদের আরও এক বছর কারাগারে থাকতে হবে বলে আদেশ দেন। জানা গেছে , ২০১২ সালের ১৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় ঝিনাইদহ শহরের বিসিক শিল্পনগরী এলাকা থেকে ট্রাকে রাখা ৫০০ বোতল ফেন্সিডিলসহ চালক হারুন অর রশিদকে আটক করে র‌্যাব। এ ঘটনায় চালক হারুন অর রশিদ ও ট্রাক মালিক গোলাম মোস্তফার বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় মামলা হয়। ছাত্রলীগ নেতার আত্মসমর্পণ পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ গুইমারা উপজেলায় মাধবী রাণী রায় পিঙ্কি (২৫) হত্যা মামলার আসামি উপজেলা ছাত্রলীগ সভাপতি ও ঘাতক স্বামী সাগর চৌধুরী গুইমারা থানা পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সাগর থানায় এসে ধরা দেয়। পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সাগর চৌধুরী থানায় এসে আত্মসর্মপণ করেছে। গত শনিবার তার স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। নিহত পিঙ্কি ফেনীর ফুলগাজী নতুন মনসির হাট সতেসপুরের স্বপন কুমার রায়ের মেয়ে। এ ঘটনায় পর দিন নিহতের মা বাদী হয়ে থানায় সাগর চৌধুরীকে আসামি করে হত্যামামলা দায়ের করেন। হত্যাক-ের পর থেকে ছাত্রলীগ সভাপতি সাগর চৌধুরী পলাতক থাকার ছয় দিন পর নিজে পুলিশের কাছে ধরা দেয়। সে গুইমারা দার্জিলিং টিলার নিরঞ্জন চৌধুরীর ছেলে।
×