ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দু’গ্রুপে ধাওয়া পাল্টা ধাওয়া

প্রকাশিত: ০৬:৪২, ৫ অক্টোবর ২০১৮

চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দু’গ্রুপে ধাওয়া পাল্টা ধাওয়া

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম সরকারী কলেজে আবারও ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে। নতুন কমিটিতে পদ পাওয়া এবং পদবঞ্চিত নেতাদের অনুসারীদের মধ্যে বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। উভয়পক্ষ ইট পাটকেলসহ একে অপরের ওপর চড়াও হয়। এ সময় ইটের আঘাতে পুলিশের এক সদস্য আহত হয়েছে। জানা যায়, কলেজের মনোবিজ্ঞান বিভাগের সামনে থেকে বেলা ১২টার দিকে মিছিল বের করেন পদবঞ্চিত নেতাকর্মীরা। এর কিছুক্ষণের মধ্যে বাংলা বিভাগের সামনে থেকে মিছিল বের হয় কমিটিতে পদ পাওয়া নেতাদের অনুসারীদের। উভয়পক্ষ মুখোমুখি হলে একপর্যায়ে শুরু হয়ে যায় ধাওয়া পাল্টা-ধাওয়া। এ সময় উভয়ই একে অপরের দিকে ঢিল ছুড়ে মারে। তখন ইটের আঘাতে আহত হন রেজাউল (২৫) নামের এক পুলিশ সদস্য। রংপুরে পুনর্বাসন দাবিতে ডিসি অফিস ঘেরাও নিজস্ব সংবাদদাতা, রংপুর, ৪ অক্টোবর ॥ রংপুর নগরীর লালবাগ রেলওয়ে বস্তির ভূমিহীনদের খাস জমিতে পুনর্বাসনের দাবিতে বৃহস্পতিবার বেলা ১১টায় নগরীতে বিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে বস্তিবাসী। ঘেরাও চলাকালে লালবাগ রেলওয়ে বস্তি রক্ষা সংগ্রাম কমিটির সভাপতি আবু তালেবের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগ্রাম কমিটির উপদেষ্টা পলাশ কান্তি নাগ, নিপীড়নবিরোধী নারীমঞ্চের সাধারণ সম্পাদক সানজিদা আক্তার, শ্রমিক অধিকার আন্দোলনের সবুজ রায়, সবুজ হাসান সাগর, রংপুর পদাতিকের সাংগঠনিক সম্পাদক নাসির হোসেন সুমন, হরিজন অধিকার আদায় সংগঠনের সভাপতি সুরেশ বাসফোর, বস্তি রক্ষা সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সদস্য আঃ জব্বার, মোঃ ওমর, আবুল কালাম, সাজু মিয়া, সুলতানা বেগম প্রমুখ। সমাবেশ শেষে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি পেশ করা হয়। স্মারকলিপিতে বলা হয় দীর্ঘদিন থেকে লালবাগ রেলওয়ে বস্তির ভূমিহীন পরিবারগুলোকে খাস জমিতে স্থায়ীভাবে পুনর্বাসনের দাবি জানানোর পরও আজ পর্যন্ত কার্যকর কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি। অথচ সরকারী শত শত একর খাস জমি পরিত্যক্ত অথবা ভূমিদস্যুদের দখলে রয়েছে। স্মারকলিপিতে অবিলম্বে সেই তালিকা অনুসারে লালবাগ রেলওয়ে বস্তির ভূমিহীনদের সরকারী খাস জমিতে পুনর্বাসনের দাবি জানানো হয়।
×