ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে বরিশালের পুলিশ

প্রকাশিত: ০৬:৪১, ৫ অক্টোবর ২০১৮

দণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে বরিশালের পুলিশ

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ নারায়ণগঞ্জের বহুল আলোচিত সাত খুন মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আল-আমিন শরীফকে গ্রেফতার করেছে বরিশালের বাকেরগঞ্জ থানা পুলিশ। আল-আমিন বাকেরগঞ্জ উপজেলার কাজলাকাঠি গ্রামের খালেক শরীফের পুত্র। সাত খুনের ঘটনার আগে তাকে সেনাবাহিনী থেকে র‌্যাবে বদলি করা হয়। ঘটনার সময় নারায়ণগঞ্জ র‌্যাবের লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদের (চাকরিচ্যুত) দেহরক্ষী হিসেবে দায়িত্ব পালন করতেন আল-আমিন। বুধবার সন্ধ্যায় বাকেরগঞ্জ থানার ওসি মোঃ মাসুদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে রাজধানীর শাহবাগ থেকে তাকে গ্রেফতার করে বুধবার সন্ধ্যায় বরিশালে নিয়ে আসা হয়। আল-আমিন শরীফ সাত খুন মামলার তিন নম্বর আসামি। ওসি আরও জানান, সাত খুনের ঘটনায় আল-আমিনের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়। এর মধ্যে একটি হত্যা ও অপরটি অপহরণ মামলা। ভোলায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ॥ আহত ৪০ নিজস্ব সংবাদদাতা, ভোলা, ৪ অক্টোবর ॥ ভোলার উকিলপাড়ায় আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে ভোলা-২ আসন থেকে বিএনপি জোটের সাবেক পরাজিত প্রার্থী আশিকুর রহমান শান্তুর লোকজনের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষ ধাওয়া-পাল্টাধাওয়া, মোটরসাইকেল ভাংচুর ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। বৃহস্পতিবার বিকেলে উকিল পাড়াস্থ বিজেপির সাবেক চেয়ারম্যান মরহুম নাজিউর রহমান মঞ্জুরের ছেলে আশিকুর রহমান শান্তর বাসভবন এলাকায় এ ঘটনা ঘটেছে। সংঘর্ষে ৪০ জন আহত হয়। এদিকে আশিকুর রহমান শান্তকে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি উত্তেজিত হয়ে অসৈজন্যমূলক আচরণ করেন। এ ঘটনায় সাংবাদিকরা ক্ষোভ প্রকাশ করেন। জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ইউনুছ জানান, ভোলা সরকারী স্কুল মাঠে অনুষ্ঠিত জাতীয় উন্নয়ন মেলায় অংশগ্রহণ করার জন্য বৃহস্পতিবার দুপুরে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা শহরের দিকে আসছিল।
×