ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

না’গঞ্জে বাসের ধাক্কায় শিক্ষার্থী আহত ॥ অবরোধ, ভাংচুর

প্রকাশিত: ০৬:৩৮, ৫ অক্টোবর ২০১৮

না’গঞ্জে বাসের ধাক্কায় শিক্ষার্থী আহত ॥ অবরোধ, ভাংচুর

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় সাদিয়া আক্তার (১৫) নামে এক শিক্ষার্থী আহত হওয়ার ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে গাড়ি ভাংচুর করে এবং দুর্ঘটনার জন্য দায়ী বাসটিতে আগুন ধরিয়ে দেয়। বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় এ ঘটনা ঘটে। শিক্ষার্থীরা সকাল নয়টা থেকে এগারোটা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখে। এদিকে সহপাঠীদের মধ্যে গুজব ছড়িয়ে পড়ে আহত শিক্ষার্থী সাদিয়া আক্তার মারা গেছে। এ গুজবেই ক্ষুব্ধ শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ, গাড়ি ভাংচুর ও গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এ সময় মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়। এতে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে বাধ্য হয়। পরে পুলিশের আশ্বাসের প্রেক্ষিতে শিক্ষার্থীরা সড়ক অবরোধ তুলে নেয়। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, সকাল সাড়ে আটটায় কাঁচপুর এলাকায় ওমর আলী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী সাদিয়া আক্তার স্কুলে যাওয়ার পথে রাস্তা পারাপারের সময় একটি যাত্রী বাস তাকে ধাক্কা দেয়। এতে সে রাস্তায় ওপর পড়ে গিয়ে মারাত্মক আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষার্থী সাদিয়া আক্তার মারা গেছে এমন খবর ছড়িয়ে পড়লে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ সৃষ্টি করে। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ১৫-২০টি গাড়ি ভাংচুর করে। দুর্ঘটনার জন্য দায়ী গাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। শিক্ষার্থীরা কাঁচপুর নয়াবাড়ি থেকে কাঁচপুর বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে দফায় দফায় বিক্ষোভ প্রদর্শন করে। এতে মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এ সময় কাঁচপুর হাইওয়ে পুলিশ ও সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। দুর্ঘটনার জন্য দায়ী বাসটি (ঢাকা মেট্রো জ-১১-২১৫০) কাঁচপুর নয়াবাড়ি এলাাকায় অবস্থিত অনন্ত গার্মেন্টস কারখানার শ্রমিকদের বহন করছিল। কাঁচপুর ওমর আলী হাইস্কুলের শিক্ষার্থী আশরাফুল জানান, স্কুলের সামনে রাস্তা পারাপারে জন্য ফুটওভার ব্রিজ, জেব্রা ক্রসিং ও স্প্রিড ব্রেকার নির্মাণসহ সড়কে ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ রাখার দাবি জানান। এ সময় পুলিশ প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ছাত্রদের এই চারটি দাবি পূরণের আশ্বাস দিলে প্রায় দুই ঘণ্টা পর বেলা এগারোটায় তারা অবরোধ তুলে নেয়। এদিকে শিক্ষার্থীরা সড়কের অবরোধ তুলে নিয়ে কাঁচপুর বাসস্ট্যান্ডে এসে বিভিন্ন যানবাহনের গাড়ির কাগজপত্র চালকের লাইসেন্স পরীক্ষা করে দেখেন। এ সময় যেসব গাড়ির কাজগপত্র ক্রটি আছে এবং চালকের লাইসেন্স নেই তাদের গাড়ি পুলিশের কাছে হস্তান্তর করেন। আহত শিক্ষার্থীর বাবা মোহাম্মদ মুন্টু কাজী জানান, তার মেয়েকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী চিকিৎসা দেয়া হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ায় স্কুল ছাত্র নিহত স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া থেকে জানান, সরাইলে পিকআপ ভ্যানের ধাক্কায় মাহি নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার সরাইল-আলিনগর আঞ্চলিক সড়কের আলিনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সে মীরসরাইল প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র ও শাহ মোহাম্মদ ফুয়াদের ছেলে। জানা গেছে, সকালে মাহি প্রাইভেট পড়ার জন্য বাড়ি থেকে বের হয়। এ সময় আঞ্চলিক সড়ক পার হওয়ার সময় দ্রুতগামী একটি পিকআপ ভ্যান বেপরোয়াভাবে তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কেরানীগঞ্জে অটোরিক্সা যাত্রী নিজস্ব সংবাদদাতা কেরানীগঞ্জ থেকে জানান, কেরানীগঞ্জে পিকআ্যাপ ভ্যানের ধাক্কায় অটোরিক্সায় থাকা শরিফ (৫০) নিহত ও তার স্ত্রী সায়মা (৪৭) গুরুতর আহত হয়েছে। নিহতের বাড়ি কেরানীগঞ্জের পশ্চিম বড়িশূর এলাকায়। তিনি ইমামগঞ্জে টান্সপোর্টে কাজ করতেন। মোরেলগঞ্জে নারী স্টাফ রিপোর্টার, বাগেরহাট থেকে জানান, মোরেলগঞ্জে মাথা থ্যাতলানো ও রক্তাক্ত অবস্থায় এক অজ্ঞাত নারীর(৪৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে পিরোজপুর-বাগেরহাট সড়কের মহিশপুরা এলাকায় রাস্তার ওপর থেকে লাশটি উদ্ধার করা হয়। মহিশপুরা পুলিশ ফাঁড়ির আইসি এএসআই ওহিদুল হক বলেন, বুধবার রাতে যেকোন সময় বাস বা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক পাগলি নিহত হয়েছেন। গাড়ি চাপায় তার মাথা থেতলে গেছে।
×