ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গাজীপুরে গৃহকর্ত্রী খুন

প্রকাশিত: ০৬:৩৮, ৫ অক্টোবর ২০১৮

গাজীপুরে গৃহকর্ত্রী খুন

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে বাসা ভাড়া নেয়ার কথা বলে বৃহস্পতিবার বিকেলে ঘরে ঢুকে এক গৃহকর্ত্রীকে কুপিয়ে খুন করে পালিয়েছে দুর্বৃত্ত। নিহত গৃহকর্ত্রীর নাম রিজিয়া বেগম (৬০)। সে গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি পারিজাত এলাকার তোতা মিয়ার স্ত্রী। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ি থানার ওসি এমদাদ হোসেন জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি পারিজাত এলাকার ছয়তলা ভবনের দ্বিতীয়তলায় মেয়ে নাজনীন ও জামাতাকে নিয়ে বসবাস করেন গৃহকর্ত্রী রিজিয়া। বুধবার দুপুরে বাসার নিচতলার একটি ফ্ল্যাট ভাড়া নেয়ার কথা বলে বাসায় যায় এক ব্যক্তি। বাসা পছন্দ হয়েছে বলে ওই ব্যক্তি রিজিয়াকে জানায়। বৃহস্পতিবার বাসা ভাড়ার অগ্রিম (বুকিং) দেয়া হবে বলে ওইদিন সে চলে যায়। কথামতো ফ্ল্যাটের অগ্রিম ভাড়া দিতে বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে ওই ব্যক্তি রিজিয়ার বাসায় যায়। এ সময় নাজনীন ও তার স্বামী বাড়িতে ছিলেন না। কিছুক্ষণ পর নাজনীন বাসায় এসে দেখেন ঘরের দরজা খোলা এবং মেঝেতে তার মায়ের রক্তাক্ত লাশ পড়ে আছে। নিহতের মেয়ে নাজনীন জানান, বৃহস্পতিবার দুপুরে ওই ব্যক্তি কাঁধে ব্যাগ নিয়ে বাসার নিচতলায় পৌঁছালে তার মা বিষয়টি নাজনীনকে মোবাইল ফোনে জানায়। পরে বাসার গেইটের তালা খোলার জন্য রিজিয়া আক্তার দোতলা থেকে নিচে থাকা ওই ব্যক্তির উদ্দেশে চাবি ফেলেন। পরে চাবি দিয়ে গেটটি খুলে ওই ব্যক্তি দোতলায় ওঠেন। তার ধারণা এক পর্যায়ে ওই ব্যক্তি সেখানে তার মাকে ঘাড়ে এবং মুখে ধারালো অস্ত্রে কুপিয়ে খুন করে পালিয়ে গেছে। শ্রীপুরের হিজড়া এদিকে এক গজারী বন থেকে বৃহস্পতিবার দুপুরে এক হিজড়ার বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। আনুমানিক ২৫ বছর বয়সের নিহত ওই হিজড়ার পরিচয় পাওয়া যায়নি। শ্রীপুর মডেল থানার এসআই শহীদুল হক মোল্লা জানান, শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের পোষাইদ এলাকায় জৈনাবাজার-বরমী সড়কের পাশে গজারী বনের ভেতর বৃহস্পতিবার একটি বস্তাবন্দী লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে। রাজশাহীতে নারী স্টাফ রিপোর্টার রাজশাহী থেকে জানান, তানোর উপজেলার জিৎপুর গ্রামের নিজ শয়নকক্ষে জোহরা বেগম (৪৫) নামে এক নারীকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত সাড়ে ৮টার দিকে জোহরার গলাকাটা লাশ খাটের ওপর পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় প্রতিবেশীরা। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। বৃহস্পতিবার ময়নাতদন্তের জন্য লাশ রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তার পুত্রবধূ জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে পুত্রবধূ রুমিকেও আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তিনি এখন রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় বৃহস্পতিবার নিহতের ভাই মোজাফ্ফর হোসেন বাদী হয়ে তানোর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। তিনি পুত্রবধূ রুমি ও নাতি জুইসহ (৩) ছেলের বাড়িতে থাকতেন। ছেলে জাহাঙ্গীর আলম চাঁপাইনবাবগঞ্জে পূবালী ব্যাংকে গার্ডের চাকরি করেন। ঘটনার দিন তিনি বাড়িতে ছিলেন না। খাগড়াছড়িতে গৃহবধূ পার্বত্যাঞ্চল প্রতিনিধি খাগড়াছড়ি থেকে জানান, জেলা সদরের শালবন এলাকায় শিরিন আক্তার(২২) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পরকীয়ার বিষয়টি জেনে যাওয়ায় স্বামী নেজাম উদ্দিন তাকে হত্যা করে বলে জানা গেছে। এদিকে ঘটনার পরপরি ঘাতক স্বামীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে এই ঘটনা ঘটে। নিহত শিরিন শহীদ কাদের সড়ক এলাকার ঠিকাদার তাজুল ইসলামের মেয়ে। জানা যায়, বেশ কয়েকদিন ধরে শিরিন আক্তারের সঙ্গে স্বামী নেজাম উদ্দিনের পারিবারিক কলহ চলে আসছিল। সর্বশেষ বুধবার রাতে স্বামীর পরকীয়ার বিষয়টি নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বৃহস্পতিবার ভোরে শিরিনকে দোলনার সুতো গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে নিয়ে আসে। শিরিনের দেড় বছরের একটি মেয়ে সন্তান রয়েছে। কেশবপুরে কিশোর নিজস্ব সংবাদদাতা, কেশবপুর থেকে জানান, বৃহস্পতিবার সকালে কেশবপুর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের পাচানি গ্রামের একটি ধান ক্ষেত থেকে পুলিশ তরিকুল ইসলাম (১৫) নামের ইটভাঁটির শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার করেছে। গভীর রাতে বাড়ির পাশে কে বা কারা তরিকুলকে জবাই করে খুন করে ধান ক্ষেতে ফেলে রেখে যায়। পুলিশ হত্যার কারণ বা হত্যার সঙ্গে জড়িত কাউকে চিহ্নিত করতে পারেনি। পুলিশ, এলাকাবাসী ও সাতবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান সামসুদ্দিন দফাদার জানান, পাচানি গ্রামের কৃষক নজরুল ইসলামের পুত্র তরিকুল ইসলাম ইটভাঁটিতে শ্রমিকের কাজ করত। কক্সবাজারে দুই যুবক স্টাফ রিপোর্টার কক্সবাজার থেকে জানান, নাফ নদী হতে অজ্ঞাতনামা দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে টেকনাফ থানা পুলিশের একটি দল নদীর জালিয়ার দ্বীপ সংলগ্ন এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করে। উদ্ধারকৃত মৃতদেহের পরনে প্যান্ট শার্ট ও বয়স আনুমানিক ২০ থেকে ২৫ এর মধ্যে হতে পারে বলে জানিয়েছে পুলিশ। মুখ বাঁধা এবং রক্তাক্ত অবস্থায় দুইজনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।
×