ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জাতীয় নির্বাচনের আগেই ইসিতে দুই হাজার জনবল নিয়োগ

প্রকাশিত: ০৬:১৪, ৫ অক্টোবর ২০১৮

জাতীয় নির্বাচনের আগেই ইসিতে দুই হাজার জনবল নিয়োগ

স্টাফ রিপোর্টার ॥ আগামী একাদশ জাতীয় নির্বাচনের আগেই ইসিতে জনবল বাড়ানোর উদ্যোগ নেয়া হচ্ছে। এই লক্ষ্যে সহকারী উপজেলা কর্মকর্তা নিয়োগসহ বিভিন্ন পদে প্রায় ২ হাজার কর্মী নিয়োগ দেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এছাড়া বিভিন্ন স্তরের দায়িত্ব পালনরত ৭৫ জন কর্মকর্তাকে পদোন্নোতি দেয়ারও সুপারিশ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশনার মাববুব তালুকদার সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। ইসির নিয়োগ ও পদোন্নতি সংক্রান্ত কমিটির প্রধান দায়িত্ব পালন করছেন তিনি। নিজ দফতরের সাংবাদিকদের তিনি বলেন, নির্বাচনের আগেই ৫১৭ জন সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ ২ হাজার জনবল নিয়োগ দেয়া হবে। নির্বাচন সামনে রেখে জনপ্রশাসন, পুলিশে পদোন্নতি হচ্ছে। ইসিতেও পদোন্নতির ঢেউ লেগেছে। তারা ৭৫ জন কর্মকর্তার পদোন্নতির সুপারিশ করেছেন। নির্বাচন কমিশন এই সুপারিশ অনুমোদন করলে তা কার্যকর হবে। যুগ্ম-সচিব পদে কাউকে পদোন্নতির সুপারিশ করা হয়নি। ৯ জন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে চতুর্থ গ্রেড দেয়ার সুপারিশ করা হয়েছে। এছাড়া ২৯ জনকে উপসচিব পদে (পঞ্চম গ্রেড) এবং সিনিয়র সহকারী সচিব পদে ৩৭ জনকে পদোন্নতি দেয়ার সুপারিশ করা হয়েছে। কমিশনে বর্তমানে জনবল তিন হাজার। এখানে আরও ২ হাজার জনবল যুক্ত হলে কমিশন আরও দক্ষ ও শক্তিশালী হবে। ইসি সচিবালয়ের উপসচিবেরা আগামী জাতীয় নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পাবেন কি সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বলেন, এ বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। মাহবুব তালুকদার বলেন, গত বুধবার নিয়োগ, পদোন্নতি, প্রশাসনিক সংস্কার ও পুনর্বিন্যাস এবং দক্ষতা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় আমরা ৭৫ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছি। সুপারিশ করেছি, এটা এখন কমিশন সভায় যাবে। তারপর কমিশন অনুমোদন দিলেই এটাকে পদোন্নতি বলা যাবে। তবে প্রয়োজনের তুলনায় এই পদোন্নতি খুবই অপ্রতুল। সংসদ নির্বাচনের আগেই ৫১৭ উপজেলায় কর্মকর্তা নিয়োগ দিতে চায় ইসি। তিনি বলেন, কোন প্রক্রিয়ায় এই জনবল নিয়োগ দেয়া হবে এটা এখনই বলা যাচ্ছে না। তবে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই এই জনবল নিয়োগ করে তাদের নির্বাচনে ব্যবহার করা যাবে। আগামী ডিসেম্বর মধ্যেই একাদশ জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। ইসি কর্মকর্তারা বলছেন, তাদের প্রাথমিক কাজের প্রায় ৮০ শতাংশ সম্পন্ন হয়েছে। বাকি যেসব গুরুত্বপূর্ণ কাজ রয়েছে তা তফসিল ঘোষণার পরে সিদ্ধান্ত নেয়া হবে। ইতোমধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। ভোটার তালিকার সিডিরও স্থানীয় নির্বাচন অফিসে পাঠানো হয়েছে। সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য প্রায় ৪০ হাজার বেশি ভোট কেন্দ্র চূূড়ান্ত করেছে। ব্যালট পেপারের পাশাপাশি ইভিএমেও ভোট নেয়ার প্রস্তুতি রয়েছে তাদের। এরই ধারাবাহিকতায় সুষ্ঠুভাবে নির্বাচনের জন্য ইসির জনবল বাড়াতে নতুন এই নিয়োগের উদ্যোগ নেয়া হয়েছে। ইসি কর্মকর্তারা বলেছেন, নতুন করে ২ হাজার জনবল নিয়োগ পেলে ইসির কাজে আগের চেয়ে গতি বাড়বে।
×