ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

দরকার হলে রুশ ক্ষেপণাস্ত্র কর্মসূচীতে হামলা করবে যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ০৬:০৯, ৫ অক্টোবর ২০১৮

দরকার হলে রুশ ক্ষেপণাস্ত্র কর্মসূচীতে হামলা করবে যুক্তরাষ্ট্র

রাশিয়া নিষিদ্ধ একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র গোপনে নির্মাণ করছে অভিযোগ করে ন্যাটোয় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত কেই বেইলি হুচিসন সম্প্রতি বলেছেন, যদি দেশটি এ ক্ষেপণাস্ত্র কর্মসূচী বন্ধ না করে, তবে সচল হওয়ার আগেই সেটি ধ্বংস করে দেবে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন পোস্ট। শীতল যুদ্ধের সময়ের চুক্তি লঙ্ঘন করে রাশিয়া ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য এ ক্ষেপণাস্ত্র নির্মাণ করছে বলে অভিযোগ যুক্তরাষ্ট্রের। এ অস্ত্র ব্যবহার করে খুবই স্বল্পসময়ের নোটিসে ইউরোপে পারমাণবিক হামলা চালাতে পারবে রাশিয়া। যদিও মস্কো এসব অভিযোগ অস্বীকার করে আসছে। বেইলি বলেন, ওয়াশিংটন কূটনৈতিক সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু রাশিয়া মাঝারিপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থার উন্নয়ন অব্যাহত রাখলে সামরিক হামলার কথা বিবেচনায় রাখা হবে। তিনি বলেন, এ ক্রুজ ক্ষেপণাস্ত্র আমাদের যে কোন দেশে আঘাত হানতে সক্ষম। কাজেই সেটি সচল করার আগেই ধ্বংস করে দেয়ার বিষয়টি মাথায় রাখছি। রাশিয়া এ বিষয়ে অবগত রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
×