ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কাশ্মীরে সহিংসতা থামান ॥ ভারতকে ওআইসি

প্রকাশিত: ০৬:০৯, ৫ অক্টোবর ২০১৮

কাশ্মীরে সহিংসতা থামান ॥ ভারতকে ওআইসি

কাশ্মীরী জনগণের ওপর হত্যাকা- বন্ধ ও তাদের অধিকার রক্ষার জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব ইউসুফ বিন আহমাদ আল আসিমিন। তিনি বলেছেন, ভারতকে অবশ্যই আলোচনার মাধ্যমে ও জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী কাশ্মীর সমস্যার সমাধান করতে এবং স্থানীয় জনগণের দাবির প্রতি সম্মান দেখাতে হবে। এক্সপ্রেস ট্রিবিউন। ওআইসি মহাসচিব ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের সমালোচনা করে যত দ্রুত সম্ভব সেখানে রক্তপাত বন্ধ করতে নয়াদিল্লীর প্রতি আহ্বান জানিয়েছেন। মানুষের দুঃখ-দুর্দশা লাঘব এবং দীর্ঘ দিনের সঙ্কট নিরসনের জন্য ওআইসি কার্যকর ভূমিকা রাখবে বলে কাশ্মীরের জনগণ আশা করছে। ১৯৪৭ সালে স্বাধীনতা লাভের পর থেকে কাশ্মীরের মালিকানা নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে বিরোধ চলে আসছে। কাশ্মীর সঙ্কট বিশ্বের অন্যতম একটি পুরাতন, যা ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের জনগণের দুর্দশার কারণ। ১৯৪৮ সালে কাশ্মীর সঙ্কট নিরসনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব পাস হয়। এতে গণভোটের মাধ্যমে ওই এলাকার জনগণ তাদের ভাগ্য নির্ধারণের কথা বলা হয়েছিল।
×