ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ঝলক

প্রকাশিত: ০৬:০৬, ৫ অক্টোবর ২০১৮

ঝলক

এবার ডেটিং এ্যাপ বাম্বলে প্রিয়াংকা প্রিয়াংকা ভক্তসহ অনেকের জন্য এটা অত্যন্ত সুখের খবর যে, ডেটিং এ্যাপ বাম্বলে স্বয়ং প্রিয়াংকা থাকছেন। তবে এটি ঠিক যে, তিনি ওই এ্যাপের মাধ্যমে সঙ্গী খুঁজছেন না, বরং এর মালিকদের একজন হয়ে উঠছেন। ডেটিং এ্যাপ বাম্বলয়ে তিনি বিনিয়োগ করবেন। চলতি বছরের শেষে বাম্বল ভারতে নিজেদের ব্যবসা বিস্তৃত করার পরিকল্পনা করছে। ভারতীয় এই অভিনেত্রী বাম্বলে ভারতীয় অংশের একজন উপদেষ্টা হিসেবেও কাজ করবেন বলে জানা গেছে। বাম্বল এ্যাপটিতে দুই ব্যবহারকারীর মধ্যে ম্যাচ হওয়ার পর আলাপচারিতা শুরু করার ক্ষমতাটা নারীর হাতেই থাকে। ম্যাচ হলেও কোন পুরুষ আগে আলাপচারিতা শুরু করতে পারেন না। ভারতে ডেটিং এ্যাপ ব্যবহারে নারীদের নিরাপদ বোধ করানোর লক্ষ্যে বাম্বল এই পরিসর বৃদ্ধির দিকে এগোচ্ছে। বাম্বলের পক্ষ থেকে বলা হয়, প্রিয়াংকা চোপড়া এই প্রযুক্তি প্রতিষ্ঠানটির ‘অংশীদার, উপদেষ্টা ও বিনিয়োগকারী হবেন।’ বাম্বলের বিবৃতিতে প্রিয়াংকার একটি উদ্ধৃতি প্রকাশ করা হয়েছে। ‘আমি সবসময় বিশ্বাস করি যে, নারীদের জন্য বিনিয়োগ সামাজিক রূপান্তর ও অর্থনৈতিক অগ্রগতির মূল। নারীরা ভালবাসা চায়, তারা বন্ধুত্ব চায় আর তারা একটি ক্যারিয়ারের সন্ধান চায়, আর বাম্বল যে সেবা দেয় তার মধ্যে অনন্যতাও এটি।’ তার ব্যবস্থাপক আঞ্জুলা আচারিয়াও বাম্বলের একজন উপদেষ্টা বলে জানান প্রিয়াংকা। ২০০০ সালে বিশ্বসুন্দরী খেতাব পাওয়া প্রিয়াংকা চোপড়া সম্প্রতি যুক্তরাষ্ট্রের একটি কোডিং স্কুলেও বিনিয়োগ করেছেন। ভারতে তারকাখ্যাতি অর্জনের পর তিনি হলিউডেও কাজ করা শুরু করেন। ২০১৭ সালে টাইম ম্যাগাজিনের করা বিশ্বের ১০০ শীর্ষ প্রভাবশালী মানুষের তালিকা ও আরেক মার্কিন সাময়িকী ফোর্বস-এর বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ১০০ নারীর তালিকায় জায়গা পান প্রিয়াংকা। বর্তমানে তিনি ইউনিসেফ-এর একজন শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন। গরুর সৌন্দর্য প্রতিযোগিতা এবার জার্মানিতে গরুর সৌন্দর্য প্রতিযোগিতা শুরু হয়েছে। জার্মানির লোয়ার স্যাক্সনি রাজ্যে গরুর রূপ-গুণ বিচার করতে অভিনব এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এখানে মূল প্রতিযোগিতার সঙ্গে অনেক বিষয় রাখা হয়েছে। এবছর দু’শোর বেশি গরু এই সৌন্দর্য প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করে। এই সৌন্দর্য প্রতিযোগিতার বিচারকরা শারীরিক গঠন, দীর্ঘ আয়ু ও দুধ দেবার ক্ষমতার মানদ-ে গরুদের সৌন্দর্য বিচার করেন। বয়স্ক ও কমবয়সী গরুর মূল্যও আলাদা ওই প্রতিযোগিতায়। নারীর সৌন্দর্য প্রতিযোগিতার মতো এ ক্ষেত্রেও আনা হয় বিশেষজ্ঞদের। আয়ারল্যান্ড থেকে স্টিভ ম্যাকলাউলিন নামে এক গরুর স্টাইলিস্টকে নিয়ে আসা হয়েছে প্রতিযোগিতায়। এছাড়াও শুধু সৌন্দর্য নয়, মুনাফাও জরুরী বিষয়। গরু যাতে নিজেদের বাঁটের ভারে কাবু না হয়ে পড়ে, তা নিশ্চিত করতে প্রজননকারীদের গরুর শারীরিক গঠনের প্রতি মনোযোগ দিতে হয়। গরুর দীর্ঘ আয়ু নিশ্চিত করাটাও প্রয়োজন সেরা গুরু নির্বাচিত হওয়ার জন্য। ওই প্রতিযোগিতায় অংশ নেয়া আনিটা লুকাসসেন বলেন, ‘গরুর শারীরিক গঠন ভাল হতে হবে, অনেক খাদ্য খাওয়ার জন্য পেট যথেষ্ট গভীর এবং মেরুদ- শক্ত হতে হবে। বাঁট হতে হবে মজবুত এবং গোড়ালি থেকে অনেক উপরে থাকতে হবে। এছাড়া যতটা সম্ভব দীর্ঘ সময় ধরে গরুটির অনেক দুধ উৎপাদন করার সক্ষমতা থাকতে হবে।’ প্রতিযোগিতায় দেখা যায় আফ্রিকা নামের একটি গরুর শুটিং চলছে। গরুটির মুখে বিশেষ কৌতূহলের অভিব্যক্তি আনতে ব্যবহার করা হচ্ছে একটি বল। তার মালিক গরুর ক্ষমতা ও সৌন্দর্যের জন্য পুরস্কার পেয়েছেন। স্টিভ ম্যাকলাউলিন বলেন, ‘জেল দিয়ে বাঁট উজ্জ্বল করে তোলা হয়। ফলে প্রতিযোগিতার মঞ্চে নিয়ে গেলে গরুকে অনেক স্বাভাবিক দেখায় এবং বিচারকরাও ভালভাবে দেখতে পান।’ দর্শকদের আসনে আছেন কৌতূহলী মানুষ, চাষী ও প্রজননকারীরা। তাদের মধ্যে একজন বলেন, ‘সুন্দর গরু দেখতে আমার দারুণ লাগে। আমার নিজের প্রায় ১০টি সুন্দর গুরু রয়েছে।’ -ডয়েচে ভেলে
×